পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নেই জলের কল, বিধায়ককে ঘিরে বিক্ষোভ - বাঁকুড়ায় পানীয় জলের সমস্যা

পানীয় জলের দাবিতে বিধায়ককে বিক্ষোভ দেখালেন গ্রামবাসী ৷ শুক্রবার বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা জগদল্লা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গোড়াবাড়ি গ্রামে যান কেন্দ্রীয় কৃষি প্রকল্পের কথা জানাতে ৷ সেখানেই তিনি স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন ৷ তবে তাঁর দাবি, এটা বিক্ষোভ নয়, মা-মাসি-বোনেরা তাঁকে কাছে পেয়ে আবদার জানিয়েছেন ৷

বাঁকুড়ায় বিধায়ককে বিক্ষোভ
বাঁকুড়ায় বিধায়ককে বিক্ষোভ

By

Published : May 15, 2021, 12:41 PM IST

Updated : May 15, 2021, 2:12 PM IST

বাঁকুড়া, 15 মে : পানীয় জলের দাবিতে বিক্ষোভের মুখে পড়লেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক ৷ কেন্দ্রীয় প্রকল্প কৃষক সম্মান নিধি-র টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে তা জানাতে গিয়ে জলের সমস্যায় জেরবার গ্রামবাসীর বিক্ষোভের মুখে পড়তে হল বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানাকে ।

বাঁকুড়ার জগদল্লা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গোড়াবাড়ি গ্রামে জনগণের বিক্ষোভের মুখে পড়েন বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা । শুক্রবার তিনি গোড়াবাড়ি গ্রামে কেন্দ্রীয় সরকারের কৃষক সম্মান নিধি-র টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে বলে জানাতে যান ৷ সেখানেই তাঁকে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয় ৷ মহিলারা বিধায়ককে পেয়ে জবাবদিহি চান ।

স্থানীয়দের দাবি, ভোটের আগে এইসব নেতা-মন্ত্রীদের মুখে প্রতিশ্রুতির বন্যা বয়ে গিয়েছিল । দীর্ঘদিন ধরে পানীয় জলের কোনও ব্যবস্থা হয়নি । গ্যাসের অত্যাধিক মূল্য বৃদ্ধি, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাস দেব বলেও দেয়নি কেন্দ্রীয় সরকার । নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অত্যাধিক মূল্যবৃদ্ধি । করোনায় বাড়িতে থেকেই বিনা চিকিৎসায় মারা যাচ্ছে মানুষ । ভ্যাকসিন নিতে গিয়েও হয়রানির শিকার হতে হচ্ছে ৷ টাইম কলের পাইপ লাইন থাকলেও জলের কর্মসংস্থান নেই । কয়েকটি মাত্র টিউবওয়েলই পানীয় জলের ভরসা । তীব্র গরমে ডোবা, পুকুরগুলি শুকিয়ে গেছে । নিত্যকর্ম, স্নান, বাসন মাজা, কাপড় কাচা-সহ বিভিন্ন কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে । হাতের কাছে বিধায়ককে পেয়ে তাই জবাবদিহি করতে থাকেন মানুষজন । বিধায়ককে ঘিরে ধরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তাঁরা ৷

পানীয় জলের কষ্টে জেরবার গোড়াবাড়ি গ্রামের মানুষ ৷ শনিবার গ্রামে গেলে তাঁদের বিক্ষোভের মুখে পড়তে হয় বিক্ষো বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানাকে ।

তবে বিজেপি বিধায়ক জানান, কোনও ক্ষোভ-বিক্ষোভ নয়, তাঁদের বাড়ির ছেলেকে সামনে পেয়ে আবদার করেছেন মা-মাসি-বোনরা ৷ তাঁর দাবি, জনগণের টাকা আত্মসাৎ করেছে তৃণমূল কংগ্রেস । বিধবা ভাতা, আবাস যোজনা ও জলের প্রতিশ্রুতি দিয়ে তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনে জিতেছে ৷ এখন স্থানীয় মানুষজন বিধায়ককে হাতের কাছে পেয়ে, নিজের বাড়ির ছেলে বলে আবদার করছেন মাত্র ৷ এটা বিক্ষোভ নয় বলেই দায় এড়িয়েছেন নীলাদ্রি শেখর ৷

আরও পড়ুন: এই বছর আরও মারাত্মক আকার নেবে করোনা, সতর্কবার্তা হু-র

Last Updated : May 15, 2021, 2:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details