বাঁকুড়া, 28 মার্চ: ভোট আসে ভোট যায়, সঙ্গে আসে প্রতিশ্রুতির বন্যা ৷ কিন্তু কোথায় কী? বেহাল রাস্তার হাল আর ফেরে না ৷ ভোট মিটে গেলে সব যেন আপনা আপনা । বাঁকুড়া জেলার হিড়বাঁধের দেবেদিয়া, তেঁতুলিয়া গ্রামের পর এবার খয়েরকুন্দি গ্রামেও ভোট বয়কটের (Vote Boycott) হুঁশিয়ারি দিলেন বাসিন্দারা । তাদের দাবি, গ্রামের বেহাল রাস্তা পাকা করতে হবে ৷ আর তা না হলে অনির্দিষ্টকালের জন্য ভোট বয়কটের ডাক দিয়েছেন খয়েরকুন্দি গ্রামের মানুষজন । নিজেদের ভোট বয়কটের সিদ্ধান্তের কথা লিখিতভাবে প্রশাসনকেও জানিয়েছেন গ্রামবাসীরা ।
ভোট বয়কটের স্বপক্ষে গ্রামে পড়েছে পোস্টারও । পাশাপাশি বাসিন্দারা রাস্তার দাবি-সহ ভোট বয়কটের প্লেকার্ড হাতে নিয়ে গ্রামে বিক্ষোভ মিছিল করেন । মলিয়ান গ্রাম পঞ্চায়েতের বড়তোড় পুকুর পাড় থেকে ভায়া দামোদরপুর খয়েরকুন্দি হয়ে পাকুড়িয়া পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা পাকা হয়নি । কাঁচা রাস্তার অবস্থাও চলাচলের অযোগ্য । বর্ষা এলেই সেই রাস্তা হয়ে ওঠে ভয়ংকর । রাস্তার মাঝখানে তৈরি হয় বিশাল বিশাল গর্ত ৷ তাতে জমে যায় পুকুরের মতো জল । এক এক জায়গায় জমে থাকে হাঁটু সমান কাদা । সেই জল কাদা ডিঙিয়েই স্কুল কলেজের ছাত্র ছাত্রী থেকে শুরু করে অসুস্থ মানুষকে নিয়ে চলে ঝুঁকিপূর্ণ যাতায়াত ।