বাঁকুড়া, 23 জুন: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছেন জঙ্গলমহল হাসছে । অথচ বাসিন্দা কি সত্যি ভালো আছেন কি না কেউ খোঁজ রাখেনি ৷ এক প্রকার উলটো পুরাণের সাক্ষী প্রান্তিক বাঁকুড়ার জঙ্গলমহলের একগ্রাম । বাঁকুড়ার জঙ্গলমহলের রানিবাঁধ ব্লকের মৌলা মোড় থেকে সুতান পর্যটনকেন্দ্র পর্যন্ত প্রায় 13 কিলোমিটার রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল ৷ পঞ্চায়েত ভোটের আবহে রাস্তার এহেন দশা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে ।
বাসিন্দাদের অভিযোগ, ভোটের সময় নেতাদের দেখা মেলে ৷ ভোট পেরিয়ে গেলেই নেতাদের দেখা মেলে না ৷ অথচ মিঠাম, বড়াপচা, লাধনা, ভূলাগাড়া, সিন্দ্রীআম-সহ প্রায় 20-25টি গ্রামের বাসিন্দাদের যাতায়াতের জন্য ভরসা এই রাস্তাটি । রাস্তার ওপর বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে বড় বড় গর্ত, পিচ উঠে গিয়ে পাথর বেরিয়ে এসেছে ।
নিত্য প্রয়োজনীয় কাজে রানিবাঁধ ব্লক স্বাস্থ্য কেন্দ্র, উচ্চবিদ্যালয়, ব্লক সদরের বিভিন্ন অফিসের আধিকারিক থেকে পড়ুয়া ও সাধারণ মানুষ সকলেই ওই রাস্তা দিয়ে যাতায়াত রয়েছে ৷ রাস্তায় যাতায়াতের জন্য সবচেয়ে বেশি সমস্যা সৃষ্টি হয় বর্ষাকালে ৷ জল জমে প্রায়শই দুর্ঘটনার শিকার হন বাসিন্দারা । মুমূর্ষু রোগী থেকে পড়ুয়া সকলেই জীবনের ঝুঁকি নিয়ে ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন । তবে ভোটের আগে স্থানীয় নেতারা বাড়ি বাড়ি এসে প্রতিশ্রুতি দিয়ে যান । কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি ৷ তাতেই ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে এলাকাবাসীর মধ্যে ৷