বাঁকুড়া, 18 জুলাই : অবশেষে বাঁকুড়া-সোনামুখী রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন ৷ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে বিডিআর রেলপথ বৈদ্যুতিকরণের কাজ ৷ এই রুটের যাত্রীদের দীর্ঘদিনের চাহিদা ছিল রেলপথকে যাতে বৈদ্যুতিকরণ করা হয় ।
বাঁকুড়া থেকে সোনামুখী হল সিঙ্গেল লাইন রেলপথ ৷ এই রুটে ট্রেনের সংখ্যা কম ৷ দীর্ঘদিন ধরে এলাকাবাসী দাবি করে আসছে, যাতে এখানে ট্রেনের সংখ্যা বাড়ানো হয় ৷ অর্থনৈতিকভাবেও যথেষ্ট মুনাফা লাভ হয় এই রুটে । এরপর রেলপথটি বৈদ্যুতিকরণ করা হয় ৷ রেলসূত্রে খবর, এই বৈদ্যুতিকরণ হওয়ার পর আগামী দিনের ট্রেনের সংখ্যা বাড়ানো খুব সহজ হবে ৷
বাঁকুড়া থেকে সোনামুখী 40 কিলোমিটার রেলপথের বৈদ্যুতিকরণ আজ পরিদর্শন করেন চিফ রেলওয়ে সেফটি আধিকারিক অভয় কুমার রায় এবং DRM আদ্রা নবীনকুমার । বিশেষ ট্রেনে আজ রেলপথটি পরিদর্শন করেন তাঁরা ৷ পরিদর্শনের এই রিপোর্ট রেলওয়ে সেফটি বোর্ডের কাছে পাঠিয়ে দেওয়া হবে ৷ তাঁরাই সিদ্ধান্ত নেবেন আগামী দিনে কখন থেকে শুরু করা হবে এই পথে বৈদ্যুতিক ট্রেন চলাচল ৷
বাঁকুড়া-সোনামুখী রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন বাঁকুড়া জেলার অন্যতম শহর সোনামুখী । জেলা সদর শহরে যাতায়াতের জন্য বাস চলাচল করলেও এই রেলপথটি যথেষ্ট গুরুত্বপূর্ণ এলাকার মানুষের কাছে । অতীতে এই রুটে সিঙ্গেল ন্যারো গেজ রেললাইন ছিল যা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে যায় । তারপর অনেক আন্দোলনের পর নতুন করে এই রুটে ব্রডগেজ লাইন এবং ডিজেল চালিত ট্রেন দিনে দু'বার যাতায়াত করে । তবে এই বিদ্যুৎচালিত রেলপথটি শুরু হওয়ার পর আগামী দিনে ট্রেনের সংখ্যা বাড়বে বলে মনে করছেন এই রুটের যাত্রীরা ।