সারেঙ্গা, 15 ডিসেম্বর : বৃষ্টিতে জলের তলায় চলে গিয়েছিল ধান জমি ৷ তা থেকে রোজগারের আশা প্রায় শেষ ৷ এবার অজানা রোগে শেষ হয়ে যেতে বসেছে বিঘার পর বিঘা আলু জমি (vast potato land of sarenga block damaged by bacteria) ৷ আলু গাছ দেখে অবশ্য বোঝার উপায় নেই যে তা রোগগ্রস্ত ৷ মাটি থেকে উপড়ে গাছ তোলার পরই দেখা যাচ্ছে তাতে ফলন নেই ৷ ঝরে যাচ্ছে মাটি ৷ এইসব দেখে মাথায় হাত বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের (Bankura Cultivation) আলুচাষিদের ৷ যা অবস্থা তাতে আলু জমি শেষ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন একাধিক চাষি ৷
প্রসঙ্গত, সারেঙ্গা ব্লকের তেলিজাঁত, সুখাডালী, গড়গড়্যা, বিক্রমপুর-সহ বেশ কিছু এলাকার চাষিরা জৈষ্ঠ্য মাসে পোখরাজ আলু চাষ করেন ৷ সাধারণত কার্তিক মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এই আলুর বীজ পোঁতার কাজ শুরু হয় । আর এই আলু মূলত শীতের শুরুতেই ওঠে । চাষিদের এই আলু চাষে বিঘা প্রতি খরচ হয় প্রায় 25 হাজার টাকা । আলু বীজ ও সারের দাম এবং মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে চাষ করার কারণে খরচ অনেকটা বেড়ে যায় বলে দাবি আলুচাষিদের । সেই আলু গাছই যদি নষ্ট হয়ে যায় তাহলে বাঁচবেন কীভাবে ?