বাঁকুড়া, 16 সেপ্টেম্বর: স্বাস্থ্য সাথী কার্ডে টাকার অনুমোদন না আসায়, নার্সিংহোমের বিরুদ্ধে আশংকাজনক রোগীকে অন্যত্র স্থানান্তর করতে না দেওয়ার অভিযোগ ৷ যার জেরে আজ সকালে ওই রোগীর মৃত্যু হয়েছে ৷ বাঁকুড়ার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল একটি নার্সিংহোম ৷ মৃত রোগীর আত্মীয়দের বিরুদ্ধে হাসপাতালে ভাঙচুরের অভিযোগ উঠেছে ৷ ঘটনায় পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ যদিও, রোগীর পরিবারের অভিযোগ অস্বীকার করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ ৷
বাঁকুড়ার ওন্দা ব্লকের পুনিশোলের বাসিন্দা বছর 62’র বৃদ্ধা পার্শ্বলা মণ্ডল ৷ গত 10 সেপ্টেম্বর তাঁকে হাড়ের অস্ত্রোপচারের জন্য ভরতি করানো হয়েছিল ৷ সেই অস্ত্রোপচারের পর বৃদ্ধার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ৷ সেই সময় তাঁকে আইসিসিইউ-তে দেওয়া হয় ৷ অভিযোগ স্বাস্থ্য সাথীর কার্ডে চিকিৎসা চললেও, নার্সিংহোমের তরফে পরিবারের কাছে নগদ টাকা চাওয়া হয় ৷ এই পরিস্থিতি বৃদ্ধার শারীরিক অবস্থা আরও অবনতি হয় ৷
পরিবারে অভিযোগ তাঁরা নার্সিংহোম কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেন, পার্শ্বলা মণ্ডলকে ছেড়ে দেওয়ার জন্য ৷ যাতে অন্যত্র চিকিৎসার জন্য নিয়ে যেতে পারে ৷ মৃতের ছেলে উসমান আলি মণ্ডলের অভিযোগ স্বাস্থ্য সাথীর টাকার অনুমোদন না আসায়, তাঁদের মাকে নার্সিংহোম কর্তৃপক্ষ ছাড়তে চায়নি ৷ আর তার পরেই আজ সকালে বৃদ্ধা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৷ এই ঘটনায় নার্সিংহোমে রোগীর আত্মীয়রা ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে ৷