বাঁকুড়া, 31 মে : বস্তি এবং বাজার এলাকার পাশেই রয়েছে করোনা নমুনা পরীক্ষা কেন্দ্র ৷ একই কেন্দ্রে চলছে টিকাকরণ ৷ কিন্তু করোনা পরীক্ষা ও ভ্যাকসিনেশনের সময় ব্যবহৃত পিপিই কিট ফেলে দেওয়া হচ্ছে যেখানে সেখানে ৷ কখনও সখনও সেগুলি রাস্তার উপরে এসে পড়ছে ৷ সব মিলিয়ে আতঙ্কে বাঁকুড়া শহরের বাসিন্দারা ৷
বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলায় রয়েছে এডওয়ার্ড হল ৷ তার পাশেই রয়েছে বস্তি এবং বাজার এলাকা ৷ এমন ঘিঞ্জি এলাকায় কোভিড টেস্ট ও টিকাকরণে ব্যবহৃত পিপিই কিট ডাঁই করে ফেলে রাখা হচ্ছে ৷ যা নিয়ে আতঙ্কিত এলাকার বাসিন্দারা ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব ভালই পড়েছে বাঁকুড়ায় ৷ ব্ল্য়াক ফাংগাসে আক্রান্ত হয়ে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন একাধিক ব্যক্তি ৷ তার মধ্য়ে এভাবে ব্যবহার করা পিপিই কিট পড়ে থাকায় সংক্রমণে আশঙ্কা চেপে বসেছে স্থানীয়দের মধ্যে ৷ কাছাকাছি বস্তির অনেকের বাড়িতে ছোট বাচ্চা বা বৃদ্ধ-বৃদ্ধা রয়েছেন ৷