বাঁকুড়া, 2 মে : বাঁকুড়ায় ফের অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে আতঙ্ক । অনেকেই মনে করছেন, এটি বাঘের পায়ের ছাপ । পরে বনবিভাগে খবর দেওয়া হয় । আধিকারিকরা আশ্বস্ত করেন, এটি বাঘের পায়ের ছাপ নয় । হুড়াল বা হায়না জাতীয় কোনও জন্তুর পায়ের ছাপ । বাঁকুড়ার খিরি গ্রামের ঘটনা ।
অজানা জন্তুর পায়ের ছাপ, আতঙ্ক বাঁকুড়ার গ্রামে - bankura news
পায়ের ছাপ দেখতে পেয়ে প্রথমে বাঘের পায়ের ছাপ বলে মনে করেন গ্রামবাসীদের একাংশ । ছড়ায় আতঙ্ক । পরে বনবিভাগের আধিকারিকরা এসে সকলকে আশ্বস্ত করেন ।
মাস কয়েক আগে একই রকমভাবে বাঁকুড়ার জঙ্গলমহল এলাকায় মিলেছিল অজানা জন্তুর পায়ের ছাপ । সিমলিপালে পাওয়া ওই ছাপ বাঘের পায়ের বলে জানিয়েছিল বনবিভাগ । কলকাতা থেকে বিশেষজ্ঞরা এসেছিলেন তখন । তার আগে আবারও একবার বাঘের পায়ের ছাপ দেখা গেছিল জঙ্গলমহলের সারেঙ্গায় । তারপর থেকেই আতঙ্ক রয়ে গেছে এলাকায় । গতকালও তাই পায়ের ছাপ দেখতে পেয়ে প্রথমে বাঘের পায়ের ছাপ বলে মনে করেন গ্রামবাসীদের একাংশ । ছড়ায় আতঙ্ক । পরে বনবিভাগের আধিকারিকরা এসে সকলকে আশ্বস্ত করেন । তাঁরা জানান, বাঘের পায়ের ছাপের সঙ্গে সাদৃশ্য নেই এই ছাপের । মাপের বিচারে বাঘের পায়ের ছাপের তুলনায় অর্ধেক এই ছাপ ।
বিষ্ণুপুরের পাঞ্চেৎ বনবিভাগের নীলরতন পণ্ডা জানান, কোতুলপুরে কোনও জঙ্গল নেই । তাই এখানে বাঘ থাকার কোনও সম্ভাবনা নেই । এবিষয়ে খিরি গ্রামের বাসিন্দা শেখ সুরজ বলেন, "ভোররাতে গ্রামের কয়েকজন বাসিন্দা যখন মাঠে গেছিলেন, তাঁরা ক্যানেলের পাশের ঝোপে অন্ধকারে কোনও একটি জন্তুর উজ্জ্বল চোখ দেখতে পান । এদিকে আবার ইদানিং এলাকায় শিয়ালের ডাক শোনা যাচ্ছে না । যা বাঘ থাকার আশঙ্কার কারণ আরও বাড়িয়ে দিয়েছে । "