পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা সন্দেহে বাঁকুড়া মেডিকেলে ভরতি 2 - Corona Virus

কোরোনা সন্দেহে চেন্নাইফেরত দুই যুবককে আজ ভরতি করা হয় বাঁকুড়া মেডিকেলের আইসোলেশন ওয়ার্ডে ৷

বাঁকুড়া মেডিকেল
বাঁকুড়া মেডিকেল

By

Published : Mar 25, 2020, 9:17 PM IST

বাঁকুড়া, 25 মার্চ : কোরোনা সংক্রমিত সন্দেহে আজ বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় চেন্নাইফেরত 2 যুবককে ৷ তাঁদের হাসপাতালের আইসোলেশন বিভাগে রাখা হয়েছে ৷

পাত্রসায়রের বাসিন্দা ওই যুবকদের একজন মার্চের 15 তারিখ, অন্যজন মার্চের 23 তারিখ চেন্নাই থেকে বাঁকুড়া ফেরেন ৷ জ্বর, সর্দি-কাশি এই সব উপসর্গ থাকায় হাসপাতালে যান ৷ সেখানে তাঁদের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয় ৷

কোরোনা সন্দেহে বাঁকুড়া মেডিকেলে ভরতি 2

সাধারণত বাইরে থেকে কেউ ফিরলে তাঁদের হোম কোয়ারান্টাইন অথবা সরকারি কোয়ারান্টাইন কেন্দ্রতে রাখার ব্যবস্থা করা হয় । তবে এক্ষেত্রে দু'জনের মধ্যে যে লক্ষণ দেখা গেছে তা যথেষ্ট সন্দেহজনক বলেই বিশেষজ্ঞরা মনে করছেন । তাই তড়িঘড়ি আজ আইসোলেশন বিভাগে ভরতি করা হয়েছে ৷ আগামীকাল তাঁদের পরীক্ষা হবে ৷

যদি সন্দেহজনক কিছু পাওয়া যায়, তাহলে তাঁদের লালারসের নমুনা NICED-এ পাঠানো হবে পরীক্ষার জন্য । আপাতত তাঁদের পর্যবেক্ষণে রাখা হচ্ছে, জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ।

ABOUT THE AUTHOR

...view details