পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা উপসর্গ নিয়ে মৃত দুই ব্যক্তির দেহ সৎকার নিয়ে চাঞ্চল্য - কোরোনা উপসর্গ

শনিবার বাঁকুড়া সদর থানা এলাকার এক প্রৌঢ় জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। চিকিৎসকরা পরীক্ষা করার পর তাঁকে ফিবার ওয়ার্ডে ভর্তি করেন । অন্যদিকে রবিবার সকাল আটটা নাগাদ পুরুলিয়ার সাতরি থেকে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে স্থানান্তর করা হয় 18 বছরের এক যুবককে । এই যুবকেরও জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ ছিল । এই দুজনেরই রবিবার সকাল নাগাদ মৃত্যু হয় ।

corona symptoms
সৎকার

By

Published : Apr 13, 2020, 11:50 PM IST

বাঁকুড়া,13 এপ্রিল: বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে কোরোনা উপসর্গ নিয়ে দুই মৃত ব্যক্তির রাতারাতি দেহ সৎকার নিয়ে রাজনৈতিক চাপানউতোর। রবিবার গভীর রাতে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে কোরোনা উপসর্গ নিয়ে মৃত দুই ব্যক্তির দেহ সৎকার করা হয় শহরের একটি শ্মশানে। শনিবার বাঁকুড়া সদর থানা এলাকার এক প্রৌঢ় জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। চিকিৎসকরা পরীক্ষা করার পর তাঁকে ফিভার ওয়ার্ডে ভর্তি করেন । অন্যদিকে রবিবার সকাল আটটা নাগাদ পুরুলিয়ার সাতরি থেকে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে স্থানান্তর করা হয় 18 বছরের এক যুবককে । এই যুবকেরও জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ ছিল । এই দুজনেরই রবিবার সকালে মৃত্যু হয় ।

প্রশাসন তথা পৌরসভার এই ভূমিকার নিন্দা করেছেন বাঁকুড়ার সাংসদ ডঃ সুভাষ সরকার। তিনি বলেন, যাঁরা মারা গেলেন তাঁদের মুখের লালার রিপোর্ট এসে পৌঁছালনা, না অথচ তার আগেই তড়িঘড়ি প্রশাসন যেভাবে দেহ দুটিকে পরিবারের হাতে তুলে না দিয়ে শেষকৃত্য করল তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। অন্যদিকে তৃণমূলের তরফে বলা হয়েছে, মৃতদের কোরোনা হয়েছে বলে গুজব ছড়ানো হয়েছে । আসলে তাদের রোগটা কী তা এখনও পর্যন্ত সুনিশ্চিত হয়নি।

এদিকে জেলা প্রশাসনের তরফে বাঁকুড়ার জেলাশাসক এস অরুণ কুমার বলেন, আমরা স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মতো মৃতদের নমুনার পরীক্ষার জন্য পাঠিয়েছি । কিন্তু রিপোর্ট এখনও আসেনি । তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা এই পদক্ষেপ করেছি। পাশাপাশি তিনি জানান, মৃতদের পরিবারের লোকদের কোয়ারান্টাইন করা হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details