বাঁকুড়া, 31 মে : বাঁকুড়ায় কোরোনায় আক্রান্ত হল আরও দু'জন । এই নিয়ে জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 23 ।
দুই আক্রান্তই কোতলপুর ব্লকের বাসিন্দা । একজনের বয়স 20 এবং অন্যজনের বয়স 45 বছর । এরা দু'জনেই সদ্য ভিনরাজ্য থেকে ফিরেছেন । তাঁদের দু'জনকেই বাঁকুড়ার ওন্দার কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে ।
বাঁকুড়ার ছাতনা ব্লকের যে 12 জনকে দুর্গাপুরের হাসপাতালে ভরতি করা হয়েছিল তাদের মধ্যে 10 জনকে ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে । এই মুহূর্তে জেলায় মোট 13 জন কোরোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন । এদিকে বাঁকুড়া শহরে কোরোনার উপসর্গ থাকা ব্যক্তিদের জন্য চারটি কোয়ারানটিন সেন্টার করা হচ্ছে । একটি তৈরি হচ্ছে বাঁকুড়ার লালবাজার এলাকায় । এখানে 4,5,6,7 এবং 20 নম্বর ওয়ার্ডের কোরোনা উপসর্গযুক্ত বাসিন্দাদের রাখা হবে । কলেজ রোডে অবস্থিত ক্রিশ্চান কলেজিয়েট স্কুলে আর একটি কোয়ারানটিন সেন্টার তৈরি হচ্ছে, যেখানে বাঁকুড়া শহরের 1, 2, 3, 8, 9, 12, 13, 14, 15, 16 এবং 22 নম্বর ওয়ার্ডের উপসর্গযুক্ত বাসিন্দাদের রাখা হবে বলে জানা গেছে।
এছাড়াও মাচানতলা সংলগ্ন এলাকায় অবস্থিত বাঁকুড়া জেলা স্কুলে যে কোয়ারানটিন সেন্টারটি করা হচ্ছে সেখানে থাকবেন 10, 11, 17, 22 এবং 24 নম্বর ওয়ার্ডের কোরোনা উপসর্গযুক্ত বাসিন্দারা । চতুর্থ কেন্দ্রটি তৈরি হচ্ছে বাঁকুড়া স্টেশন রোডে টাউন উচ্চ বিদ্যালয়ে । সেখানে 18, 19 এবং 23 নম্বর ওয়ার্ডের কোরোনা উপসর্গযুক্ত বাসিন্দাদের রাখা হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে ।