বাঁকুড়া, 30 মার্চ : বাঁকুড়ার ভুলুই গ্রামের এক জঙ্গল থেকে উদ্ধার হল দু'জনের ঝুলন্ত দেহ। ঘটনাস্থানে যায় মেজিয়া থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।
জঙ্গল থেকে উদ্ধার যুবক-যুবতির ঝুলন্ত দেহ - hanging body of youths
বাঁকুড়ার ভুলুই গ্রামের এক জঙ্গল থেকে উদ্ধার হল দু'জনের ঝুলন্ত দেহ। মৃতদের নাম লক্ষ্মী গড়াই (30) এবং কানাই গড়াই (23)। বাড়ি বাঁকুড়ার মেজিয়াতে।
মৃতদের নাম লক্ষ্মী গড়াই (30) এবং কানাই গড়াই (23)। বাড়ি বাঁকুড়ার মেজিয়াতে। স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মী গড়াই ও কানাই গড়াইের তিন বছর ধরে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। বৃহস্পতিবার শরীর খারাপ নিয়ে ওই যুবতি মেজিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি হন। গতকাল হাসপাতাল থেকে তিনি নিখোঁজ হন। হাসপাতাল কর্তৃপক্ষ মেজিয়া থানায় মৌখিকভাবে যুবতির নিখোঁজের কথা জানায়। পুলিশ অভিযোগের ভিত্তিতে খোঁজাখুঁজি শুরু করে।
গ্রামবাসীরা আজ সকালে ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দুটি দেহ উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।