বাঁকুড়া, 4 মার্চ : বাস উলটে দুর্ঘটনায় মৃত্যু হল দু'জনের । গুরুতর আহত 13 জন। বড়জোড়া থানার বাগুলি মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে ।
আজ বিকেলে শালতোড়া থেকে দুর্গাপুর যাচ্ছিল একটি বাস । সেই সময় বাসটির সামনে একটি গাড়ি এবং মোটর বাইক চলে আসে । সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উলটে যায়।
দুর্ঘটনাস্থানেই মৃত্যু হয় চুমকি দাসের (21) । আহতদের বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চুমকি দাসের দু'বছরের সন্তানেরও মৃত্যু হয়।
বড়জোড়ায় বাস উলটে দুর্ঘটনা, মৃত 2
গুরুতর আহতদের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।