পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP Inner Conflict : বিজেপিতে ডামাডোল অব্যাহত, কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহারের আবেদন বাঁকুড়ার দুই বিধায়কের - কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী প্রত্যাহার করার আবেদন জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি লিখলেন ওন্দার বিধায়ক অমরনাথ শাখা এবং ইন্দাসের বিধায়ক নির্মল ধাড়া

বিজেপির জেলা সভাপতি বদলের দাবিতে ইতিমধ্যেই 5 জন বিধায়ক চিঠি দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে । এবার কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী প্রত্যাহার করার আবেদন জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি লিখলেন আরও দুই বিধায়ক (Bengal BJP Inner Conflict) ৷

BJP Inner Conflict
কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী প্রত্যাহার করার আবেদন দুই বিধায়কের

By

Published : Jan 21, 2022, 6:15 PM IST

Updated : Jan 21, 2022, 6:30 PM IST

বাঁকুড়া, 21 জানুয়ারি : রাজ্য বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই ডামাডোল চলছে রাজ্য বিজেপিতে ৷ ভোটের আগে তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দেওয়া একাধিক নেতা-কর্মী ফের তৃণমূলে ফিরেছেন ৷ শুধু তাই নয়, পদ্মশিবিরের অস্বস্তি বাড়িয়েছেন দলের নেতা-কর্মীরাও ৷ দলে ক্রমশ বাড়েছে বিক্ষুব্ধের সংখ্যা ৷ এবার তাতেই যোগ দিলেন বাঁকুড়ার দুই বিধায়ক (Bengal BJP Inner Conflict) ৷

কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী প্রত্যাহার করার আবেদন জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি লিখলেন ওন্দার বিধায়ক অমরনাথ শাখা এবং ইন্দাসের বিধায়ক নির্মল ধাড়া ৷ যদিও ঠিক কোন বিষয়ে তাদের এই সিদ্ধান্ত, তা এখনও স্পষ্ট নয় । বাঁকুড়া জেলা বিজেপির দুই বিধায়কের এই অবস্থানে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ।

আরও পড়ুন : উপরতলার অন্তর্দ্বন্দ্ব ক্রমেই ছড়িয়ে পড়ছে নিচু স্তরে, চিন্তায় বিজেপি নেতৃত্ব

একইসঙ্গে জল্পনা তৈরি হয়েছে তাঁদের দলত্য়াগের বিষয়েও ৷ জানা গিয়েছে, এই ক্ষোভ-বিক্ষোভের পিছনে রয়েছে বিজেপির সাংগঠনিক জেলার রদবদল ৷ বিজেপির 42টি সাংগঠনিক জেলা রয়েছে । তার মধ্যে 30টি জেলায় নতুন সভাপতি করা হয়েছে । এখানে নতুন মুখ আনতে গিয়েই জেলাস্তরে অনেক অভিজ্ঞ ও পুরনো নেতৃত্বেকে বাদ দিতে হয় পদ্ম শিবিরকে । তাই এই ক্ষোভটা জেলাস্তরে প্রথম থেকেই ছিল । দলের একাংশের মতে, দলের প্রথমদিন থেকে লড়াই করে আসা বহু পুরনো বিজেপি নেতৃত্বকে বাদ দিয়ে নয়া মুখ আনতে গিয়েই এই সমস্য তৈরি হয়েছে ৷

Last Updated : Jan 21, 2022, 6:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details