বাঁকুড়া, 21 জানুয়ারি : রাজ্য বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই ডামাডোল চলছে রাজ্য বিজেপিতে ৷ ভোটের আগে তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দেওয়া একাধিক নেতা-কর্মী ফের তৃণমূলে ফিরেছেন ৷ শুধু তাই নয়, পদ্মশিবিরের অস্বস্তি বাড়িয়েছেন দলের নেতা-কর্মীরাও ৷ দলে ক্রমশ বাড়েছে বিক্ষুব্ধের সংখ্যা ৷ এবার তাতেই যোগ দিলেন বাঁকুড়ার দুই বিধায়ক (Bengal BJP Inner Conflict) ৷
কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী প্রত্যাহার করার আবেদন জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি লিখলেন ওন্দার বিধায়ক অমরনাথ শাখা এবং ইন্দাসের বিধায়ক নির্মল ধাড়া ৷ যদিও ঠিক কোন বিষয়ে তাদের এই সিদ্ধান্ত, তা এখনও স্পষ্ট নয় । বাঁকুড়া জেলা বিজেপির দুই বিধায়কের এই অবস্থানে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ।