পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শালতোড়া থেকে উদ্ধার ২৮ ব্যাগ বিস্ফোরক সামগ্রী - explosive

নাকা চেকিংয়ের সময় উদ্ধার হল ২৮ ব্যাগ বিস্ফোরক সামগ্রী। ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তির খোঁজ পায়নি পুলিশ।

বিস্ফোরক সামগ্রী

By

Published : Mar 20, 2019, 2:12 PM IST

শালতোড়া, ২০ মার্চ : নাকা চেকিংয়ের সময় ২৮ ব্যাগ বিস্ফোরক সামগ্রী উদ্ধার করল শালতোড়া থানার পুলিশ। ঘটনাটি শালতোড়ার মুরলু এলাকার।

গতরাতে মুরলু এলাকায় পুলিশ নাকা চেকিং করছিল। সেইসময় দু'জন ব্যক্তিকে পুরোনো চটের থলি নিয়ে আসতে দেখা যায়। পুলিশ দেখে হঠাৎই তারা রাস্তা পরিবর্তন করে নেয়। বিষয়টিতে পুলিশের সন্দেহ হয়। দুই ব্যক্তিকে ধাওয়া করে। পিছু নিয়ে যেতে যেতে এক জায়গায় অনেক চটের থলি দেখতে পায়। তল্লাশির পর ওই থলিগুলি থেকে ১১২৭ কেজি জিলেটিন স্টিক উদ্ধার করে পুলিশ। তবে, ওই দুই ব্যক্তির খোঁজ পাওয়া যায়নি।

নির্বাচন ঘোষণার পর থেকে বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গা থেকে প্রায়শই জিলেটিন স্টিক উদ্ধার হচ্ছে। তাই আসন্ন লোকসভা নির্বাচনে বাঁকুড়া জেলা নির্বাচন কমিশনকে বেশ খানিকটা সচেতন থাকতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ABOUT THE AUTHOR

...view details