পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনায় মৃত্যু ইন্দাসের তৃণমূল বিধায়ক গুরুপদ মেটের - ইন্দাসের এই তৃণমূল বিধায়ক

ইন্দাসের এই তৃণমূল বিধায়ক সংক্রমিত হয়ে প্রথমে বাঁকুড়া জেলার ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি হন। তারপর অবস্থার অবনতি হলে হাওড়ার বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে ৷

গুরুপদ মেটে
গুরুপদ মেটে

By

Published : Oct 1, 2020, 10:07 PM IST

কলকাতা, 1 অক্টোবর : কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল বাঁকুড়া জেলার ইন্দাস বিধানসভার তৃণমূল বিধায়ক গুরুপদ মেটের। আজ বিকেলে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।

ইন্দাসের এই তৃণমূল বিধায়ক সংক্রমিত হয়ে প্রথমে বাঁকুড়া জেলার ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি হন। তারপর অবস্থার অবনতি হলে হাওড়ার বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে ৷ আজ সেখানেই মৃত্যু হয় তৃণমূল বিধায়কের।

2011 সালে কংগ্রেস ও তৃণমূলের জোট প্রার্থী হিসেবে বাঁকুড়া জেলার ইন্দাস বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন গুরুপদ মেটে। 2016 সালে দ্বিতীয়বারের জন্য বিধায়ক হন তিনি। বাঁকুড়া জেলার দলের গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে পরিচিত ছিলেন গুরুপদ মেটে। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

কোরোনা সংক্রমিত হওয়ার পর থেকে তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন ছিলেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। বারবার খোঁজখবর রাখছিলেন তাঁরা। মুখ্যমন্ত্রীও উদ্বেগ প্রকাশ করে একাধিকবার ৷ পরিবার-পরিজনের সঙ্গে কথা বলেছিলেন তিনি । কিন্তু সমস্ত উদ্বেগের অবসান ঘটিয়ে আজ মৃত্যু হল গুরুপদ মেটের ৷ প্রসঙ্গত, এর আগে কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ ও সমারেস দাসের।

ABOUT THE AUTHOR

...view details