পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Seed Bomb: ধ্বংস নয়, প্রাণ সঞ্চারকারী 'বোমা' বানাচ্ছেন ওরা - Tree Plantation with Seed Bomb in Susunia Hill

বোমা কেবল ধ্বংসই করে না, সুবুদ্ধি দিয়ে বানালে তা প্রাণ সঞ্চার করতেও সক্ষম ৷ পাথুরে জমিকে সবুজে ভরিয়ে তুলতে পারে ৷ জন্ম দিতে পারে নতুন চারা গাছের ৷ এমনই বোমা পরীক্ষামূলকভাবে তৈরি করে দেখাল বাঁকুড়া ছাতনা বনবিভাগ ৷

Etv Bharat
সিড বম্ব বা বীজ বোমা

By ETV Bharat Bangla Team

Published : Aug 31, 2023, 8:59 PM IST

প্রাণ সঞ্চারকারী 'বোমা' বানাচ্ছেন ওরা

বাঁকুড়া, 31 অগস্ট:বোমা বিস্ফোরণ নিয়ে কার্যত ভীত সন্ত্রস্ত রাজ্যবাসী ৷ বিভিন্ন জেলা থেকে যেভাবে মুড়িমুড়কির মতো বোমা উদ্ধার হচ্ছে তাতে অবশ্য ভয় পাওয়ায় স্বাভাবিক ৷ তবে বাঁকুড়ার ছাতনায় তৈরি হচ্ছে অন্য এক ধরনের বোমা ৷ দিনে-দুপুরে সবার সামনে সরকারি অফিসে বানানো হল এই ধরনের 200টি বোমা । তবে তা দেখেও সকলে 'স্পিকটি নট' ৷ কারণ এই বোমা ক্ষতিকারক নয় ৷ নাম সিড বম্ব বা বীজ বোমা ৷ ধ্বংস নয়, এই বোমা প্রকৃতিতে প্রাণের সঞ্চার করে ৷ রুক্ষ জায়গা সবুজে ভরিয়ে তোলে ৷ জন্ম দেয় নতুন চারাগাছের ৷

এই বিশেষ বোমার বিস্ফোরণে পাহাড়ের রুক্ষ প্রান্তরে জন্মাচ্ছে নতুন গাছ ৷ সবুজ হয়ে উঠছে পাহাড়ের ন্যাড়া অংশের বিস্তীর্ণ অঞ্চল। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি ৷ সম্প্রতি বনদফতর বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের পাথুরে ন্যাড়া অঞ্চলগুলিতে এই বীজ বোমা ফেলা হয় পরীক্ষামূলকভাবে । প্রথমধাপে তা সফল হয়েছে ৷ আর তারপরই সামাজিক মাধ্যমে ভীষণ ভাইরাল হয়েছে এই বীজ বোমা ৷ এই বোমার বিস্ফোরণে শুশুনিয়া পাহাড়ের পাথুরে বন্ধ্যা অঞ্চলগুলিতে গজিয়ে উঠেছে ছোট ছোট চারা গাছ । ছাতনা বনদফতরের ফরেস্ট রেঞ্জ আধিকারিকের মস্তিষ্কপ্রসূত এই বীজ বোমা গুরুত্ব পাচ্ছে গোটা দেশে । বিভিন্ন জায়গা থেকে রিকুইজিশন আসছে বীজ বোমা বানানোর ৷ এমনটাই জানিয়েছেন ছাতনা ফরেস্ট রেঞ্জ আধিকারিক এশা বোস ।

এই বিষয়ে তিনি বলেন, "এটাকে পরীক্ষামূলকভাবে শুরু করে দেখতে চেয়েছিলাম ৷ কিন্তু এতটা সফল হবে সেটা আমরা আশা করিনি ৷ আশা করা যায় এই সিড বম্বের জেরে পাথুরে শুকনো শুশুনিয়া পাহাড়ে বৃহৎ আকারে সবুজায়ন এবার সম্ভব হবে । তাই আজ ছাতনা বনদফতর অফিসে আরও 200 বোমা বানানো শুরু হল । এই 'সিড বোমা' অঙ্কুরিত হওয়ার পর বল আকারে তৈরি সেই বীজ বোমা যে কোনও বন্ধ্যা জমিতে ছড়িয়ে দিলেই প্রাণ সঞ্চার হবে ।"

পরীক্ষামূলক প্রস্তুতিতেই সাম্প্রতিক শুশুনিয়া পাহাড়ের পাথুড়ে ন্যাড়া অংশে বীজ বোমা ছড়ায় ছাতনা বনদফতর । ইতিমধ্যেই পাহাড়ের ওই রুক্ষ প্রান্তরে দেখা দিয়েছে চারাগাছ । তাতেই এই পরীক্ষা সফল প্রমাণিত হয়েছে ৷

আরও পড়ুন : বোনকে দেওয়া কথা রাখতে 26 বছর ধরে দাদা মুখে রেখেছেন জলপাইয়ের বীজ

ABOUT THE AUTHOR

...view details