পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মেজিয়া থার্মাল পাওয়ারের সামনে কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ শ্রমিক সংগঠনগুলির

কেন্দ্রের নয়া শ্রমিক নীতি ও বেসরকারিকরণের প্রতিবাদে বিক্ষোভ মেজিয়া থার্মাল পাওয়ারের গেটের সামনে। একসঙ্গে বিক্ষোভ দেখাল CITU, INTUC, UTUC-র মতো শ্রমিক সংগঠনগুলি।

protesting at mejia thermal power station
মেজিয়া

By

Published : May 23, 2020, 12:37 AM IST

মেজিয়া, 22 মে: কেন্দ্রের শ্রমিক নীতি ও রাষ্ট্রায়ত্ব সংস্থাগুলির বেসরকারিকরণের প্রতিবাদে মেজিয়া থার্মাল পাওয়ারের গেটের সামনে বিক্ষোভ দেখাল শ্রমিক সংগঠনগুলি। সংগঠনের নেতৃত্বের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের নয়া শ্রমিক নীতি শ্রমিক বিরোধী মানসিকতার ফসল।

কেন্দ্রীয় সরকার লকডাউনের সুযোগ নিয়ে দেশের জাতীয় শিল্পসংস্থাগুলিকে বেসরকারিকরণ করছে। এমন অভিযোগেই শুক্রবার CITU, INTUC, UTUC সহ বিরোধী শ্রমিক সংগঠনগুলি বিক্ষোভ দেখাল মেজিয়া থার্মাল পাওয়ার সংস্থার গেটের সামনে। আজ মেজিয়া শিল্পাঞ্চলের CITU পরিচালিত DVC শ্রমিক সংগঠন, INTUC পরিচালিত DVC কর্মচারী সংঘ ও UTUC-র DVC স্টাফ অ্যাসোসিয়েশন একযোগে বিদ্যুৎ অ্যামেন্ডমেন্ট বিল 2020-র কপি পুড়িয়ে বিক্ষোভ দেখায়।

শ্রমিক সংগঠনের কার্যকরী সভাপতি সমীর বাইন জানান, "বিদ্যুৎ বিলের ফরমান জারি হয় 17 এপ্রিল। রাজ্য সরকারগুলিকে 21 দিনের সময় দেওয়া হয় মতামত জানানোর জন্য। কেরালা এবং তামিলনাড়ু বিলের বিরোধিতা করেছে। অন্যান্য রাজ্য সরকারগুলি সময় চায়। তাদের 5 জুন পর্যন্ত সময় দিয়েছে কেন্দ্র। এই বিলে বিদ্যুৎ পরিবহন পদ্ধতির বেসরকারিকরণ হতে চলেছে।" শ্রমিক সংগঠনগুলির অভিযোগ, এর ফলে কৃষক, মধ্যবিত্ত তথা গরিব মানুষ ক্ষতিগ্রস্ত হবে।

এই বিষয়ে DVC কর্মচারী সংগঠনের সম্পাদক অরিন্দম ব্যানার্জি বলেন, "শ্রম আইন বাতিল করে 8 ঘণ্টার বদলে 12 ঘণ্টা কাজ করার নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। বর্তমান পরিস্থিতিতে বাড়তি কাজ করতে রাজি আছেন শ্রমিকরা। তবে, সেক্ষেত্রে বাড়তি মজুরি ও অন্যান্য সুযোগ সুবিধা দিতে হবে।"

ABOUT THE AUTHOR

...view details