বাঁকুড়া , 7 মে : গ্রিন জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে বাঁকুড়াকে ৷ তাই সেখানে কম সংখ্যক যাত্রী নিয়ে যান চলাচলের অনুমতি মিলেছে ৷ যাত্রী সুবিধার কথা মাথায় রেখে সেখানে চলছে টোটো ৷ তবে পুলিশি জুলুমের মুখে পড়তে হচ্ছে বলে টোটো চালকদের অভিযোগ ৷ এই অভিযোগে আজ 60 নম্বর জাতীয় সড়কে অবস্থান-বিক্ষোভ করেন টোটো চালকরা।
বাঁকুড়া শহরে বর্তমানে প্রায় এক হাজারের মতো টোটো রয়েছে। লকডাউনের ফলে টোটো চালকরা সমস্যায় পড়েছে । গ্রিন জ়োন হিসেবে চিহ্নিত হওয়ার পরও শুধু কয়েকটি জায়গায় টোটো চলাচল করছে । তবুও টোটো চালকদের অভিযোগ, তাঁদের পড়তে হচ্ছে পুলিশি জুলুমের মুখে ৷
টোটো চালক সুধাময় ঘোষ বলেন, "লকডাউন শুরু হওয়ার পর থেকে আমাদের ব্যবসা বন্ধ হয়ে রয়েছে। এই অবস্থায় চরম আর্থিক সংকটের মধ্যে পড়েছি আমরা। এরপর বাঁকুড়া যখন গ্রিন জ়োন হিসেবে চিহ্নিত হল তখন আমরা আশা করেছিলাম আমাদের ব্যবসা শুরু করতে পারব। সে ক্ষেত্রে যদি প্রশাসন থেকে কিছু নির্দেশ জারি করে আমাদের জন্য, আমরা অবশ্যই তা মেনে চলব । কিন্তু পথে-ঘাটে হঠাৎ করে যাত্রী নিয়ে গেলে রাস্তায় আটক করে হেনস্থা করছে জেলা পুলিশ। এই অবস্থায় আমাদের সংসার চালানোর জন্য হয় সরকার থেকে আর্থিক সাহায্য করা হোক, নয়তো কিছু বিধিনিষেধ তৈরি করে আমাদের টোটো চালানোর অনুমতি দেওয়া হোক।"
শহরতলি থেকে কোন টোটো বাঁকুড়া শহরে ঢুকলেই তাদের আটক করে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে চালকদের তরফে। যদিও এ বিষয়টি নিয়ে কোনও রকম নির্দেশিকা জারি করা হয়নি বলেই জেলা পুলিশ সূত্রে খবর ৷ পুলিশের এক আধিকারিক জানান, " নতুন করে কোনও নির্দেশিকা আমাদের কাছে আসেনি ।"
টোটো চলাচলের বিষয়টি নিয়ে বাঁকুড়া পৌরসভার উপ পৌরপ্রধান দিলীপ আগরওয়াল বলেন , "আমরা বিষয়টি খতিয়ে দেখব এবং জেলা প্রশাসনের সঙ্গে এই বিষয়ে কথাও বলব ৷ "