বাঁকুড়া, 20 নভেম্বর : বাঁকুড়ার মেজিয়ায় 60 নম্বর জাতীয় সড়কে নবনির্মিত টোল প্লাজ়ায় ভাঙচুর চালানোর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের ।
বাঁকুড়ায় টোল প্লাজ়ায় ভাঙচুরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে - তৃণমূল
ভিডিয়োতে দেখা যায়, দুষ্কৃতীরা নিজেদের স্থানীয় তৃণমূল নেতার অনুগামী বলে দাবি করছে ৷ যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷
অভিযোগ, বাঁকুড়া- রানিগঞ্জ 60 নম্বর জাতীয় সড়কের ডাংমেজিয়া টোল প্লাজ়ায় টোল ট্যাক্স আদায় বন্ধের দাবিতে গতরাতে ভাঙচুর চালায় কয়েকজন দুষ্কৃতী । ভাঙচুরের সেই ভিডিয়োতে দেখা যায়, দুষ্কৃতীরা নিজেদের স্থানীয় তৃণমূল নেতার অনুগামী বলে দাবি করছে ৷ প্রকাশ্যে আসতেই ওই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় ৷ যদিও জেলা তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা এই তাণ্ডব করেছে তারা আসলে বহিরাগত ৷ তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই ।
অন্যদিকে এই ঘটনায় তৃণমূলের মদত রয়েছে বলে পালটা অভিযোগ করেছেন BJP নেতা তথা সাংসদ সুভাষ সরকার ।