বাঁকুড়া, 25 ডিসেম্বর: বাঁকুড়া শহরের পশ্চিম দিকে প্রায় ২২ কিলোমিটার গেলেই শুশুনিয়া পাহাড় ৷ রাজ্যের অন্যতম পর্যটনস্থল বাঁকুড়ার এই পাহাড় ৷ অঝোর ধারায় বয়ে চলা ঝর্না আর সবুজ বনানী, সঙ্গে নানা পাখির কলতান, এককথা মন ভাল করে দেওয়ার মত এক পরিবেশ ৷ নিজের রূপের ডালি নিয়ে পর্যটকদের বরাবরই আকৃষ্ট করে ঢাড় বঙ্গের এই পাহাড় ৷ আর শীতে যেন অন্য মাত্রা পায় শুশুনিয়ার রূপ ৷ ইতিমধ্যেই এখানে আসতে শুরু করেছেন বহু পর্যটক ৷
কিন্তু এই সময়ে এখানে পর্যটকদের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গেই থেকে যায় প্রকৃতিক পরিবেশ নষ্ট ও পরিবেশ দূষণের আশঙ্কাও ৷ থাকে অসামাজিক নানা কাজকর্মের সম্ভাবনাও ৷ অত্যধিক শব্দ যুক্ত সাউন্ড সিস্টেম, বর্জ্য পদার্থ, থার্মোকলের প্লেট, প্লাস্টিকের নানা সরঞ্জাম একদিকে জঙ্গলের স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশ নষ্ট করে, তেমনই জুয়া খেলার অভিযোগও এখানে অতীতে উঠেছে ৷ এবার তাই বিষয়টি নিয়ে এবার প্রথম থেকেই সতর্ক স্থানীয় পুলিশ-প্রশাসন (to protect natural beauty of susunia hill police and administration of bankura are taking initiatives) ৷