পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Murder Threat To Headmistress : প্রধান শিক্ষিকাকে খুন ও ছাত্রীদের ধর্ষণের হুমকি, অভিযুক্ত তৃণমূল ছাত্রনেতার সহায়ক - TMC leader PA accused of sending threat letter to Bankura School Headmistress

5 লক্ষ টাকা চেয়ে বাঁকুড়া গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা সুমনা ঘোষকে খুনের হুমকি ৷ টাকা না দিলে ছাত্রীদের প্রকাশ্য়ে ধর্ষণ, কলেজে আগুন লাগিয়ে দেওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তীর্থঙ্কর কুণ্ডুর সহায়কের বিরুদ্ধে (Murder Threat To Headmistress) ৷

Murder Threat To Headmistress
এই খুনের চিঠি ঘিরেই চাঞ্চল্য

By

Published : Jun 23, 2022, 2:11 PM IST

Updated : Jun 23, 2022, 6:34 PM IST

বাঁকুড়া, 23 জুন :তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি তীর্থঙ্কর কণ্ডুর বিরুদ্ধে হুমকির অভিযোগ বাঁকুড়া গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা সুমনা ঘোষের ৷ সাদা কাগজে লিখে ওই শিক্ষিকার কাছে 5 লক্ষ টাকা চাওয়া হয়েছে ৷ তা না দিলে শিক্ষিকার স্কুলে আগুন লাগানো, ছাত্রীদের ধর্ষণ ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে ৷ ইতিমধ্যেই সদর থানায় এনিয়ে লিখিতভাবে জানানো হয়েছে ৷ পাশাপাশি স্কুলের পরিচালন সমিতিকেও বিষয়টি জানিয়েছেন প্রধান শিক্ষিকা ৷ এই ঘটনার পরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে (Murder Threat To Headmistress) ৷

সুমনা ঘোষের কাছে ডাক মারফৎ একটি চিঠি আসে । সাদা কাগজের ওই চিঠির উপর ছাপা হরফে লেখা রয়েছে, 'আমার নাম হরপ্রসাদ বিশ্বাস। আমি বাঁকুড়া জেলার তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি তীর্থঙ্কর কুণ্ডুর সহায়ক। আপনাকে জানানো হচ্ছে যে... আগামী 25 তারিখের মধ্যে আমার ফোন নম্বরে যোগাযোগ করে 5 লক্ষ টাকা জমা দিতে হবে । অনাদায়ে আপনাদের কলেজে আগুন লাগিয়ে দেওয়া হবে । ছাত্রীদের প্রকাশ্যে ধর্ষণ ও প্রাণনাশ করা হবে ।"

তৃণমূল ছাত্রনেতার বিরুদ্ধে হুমকির অভিযোগ বাঁকুড়া গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা সুমনা ঘোষের

প্রধান শিক্ষিকা সুমনা ঘোষ বলেন, ‘‘চিঠি পাওয়ার পর স্কুল পরিচালন কমিটির সভাপতি শম্পা দরিপা ও অন্যান্য সদস্যের বিষয়টি জানিয়েছি । সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।’’ চিঠিতে 'কলেজ' উল্লেখ থাকলেও স্কুলে তাঁর কাছেই চিঠিটি এসেছে । তৃণমূল ছাত্র পরিষদ, বাঁকুড়া জেলা সভাপতি তীর্থঙ্কর কুণ্ডু বলেন, ‘‘দলকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে । শীর্ষ নেতৃত্ব ও প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। তবে আমার কোনও আপ্তসহায়ক নেই ৷ ছেলেটিকে চিনি না । তবে চিঠিতে থাকা নম্বর থেকে খোঁজ নিয়ে জানা গিয়েছে ঐ ছেলেটি ড্রাইভার, কোনওভাবে তাঁর নাম জড়িয়ে দেওয়া হয়েছে ৷’’

আরও পড়ুন : নানুরে শাশুড়ি খুনে অভিযুক্ত জামাই

ঘটনার কটাক্ষ করেই জেলা বিজেপির সহ সভাপতি দেবাশিস দত্ত বলেন, ‘‘বাঁকুড়ার মতো শান্তিপ্রিয় জায়গায় এই ঘটনা নিন্দনীয় ।" কেমন প্রশাসন চলছে প্রশ্ন তুলে তিনি প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবিও জানান ।

Last Updated : Jun 23, 2022, 6:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details