বাঁকুড়া, 11 মার্চ: রাজ্যে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির আবহে এবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে 842 জন গ্রুপ-সি কর্মীর চাকরি বাতিল হয়েছে । আর ওই তালিকায় নাম রয়েছে বাঁকুড়ার সোনামুখীর ইসবপুর গ্রামের বাসিন্দা নবাসন উচ্চ বিদ্যালয়ে কর্মরত দেবাশিস রায়ের । স্থানীয় তৃণমূল কর্মী ও প্রাক্তন শিক্ষক পরিমল রায়ের ছেলে তিনি (TMC Leader son losses Group C job) ৷ দেবাশিসের চাকরি বাতিলের তালিকায় 191 নম্বরে নাম রয়েছে ।
প্রসঙ্গত, দেবাশিস রায় প্রথমে বড়জোড়ার দধিমুখা হাইস্কুলে কর্মরত ছিলেন । পরে 'মিউচ্যুয়েল ট্রান্সফারে' র মাধ্যমে বাড়ির কাছে নবাসন উচ্চ বিদ্যালয়ে যোগ দেন । বর্তমানে তিনি সেখানেই কর্মরত ছিলেন । এ বিষয়ে সোনামুখীর বিজেপি বিধায়ক (BJP MLA Dibakar Gharami) দিবাকর ঘরামি জানান, এরকম তৃণমূল নেতাদের অনেক আত্মীয় স্বজনের চাকরি গিয়েছে । চাকরি যাদের যাচ্ছে তাদের উচিৎ কাকে 'ঘুষ' দিয়ে সেটি পেয়েছিলেন, তা প্রকাশ্যে আনা বলে তিনি দাবি করেন । আর সেই নাম এখনই প্রকাশ্যে আসুক বলেও তাঁর দাবি ।