পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Political Murder : বাঁকুড়ায় খুন তৃণমূল কর্মী, ফের প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল - বাঁকুড়া রাজনৈতিক খুন

বাঁকুড়ায় খুন হলেন তৃণমূল কর্মী ৷ ফের প্রকাশ্যে এল শাসকদলের গোষ্ঠীকোন্দল ৷ শনিবার রাত সাড়ে দশটা নাগাদ তালডাংরা থানার অধীনস্থ মান্ডিগ্রামে বাড়ির কাছেই খুন হন বিপ্লব রায় ৷ তালডাংরা থানার পুলিশ ইতিমধ্যেই চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ৷ ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে ৷

বাঁকুড়ায় খুন তৃণমূল নেতা
বাঁকুড়ায় খুন তৃণমূল নেতা

By

Published : Oct 31, 2021, 3:12 PM IST

Updated : Oct 31, 2021, 7:37 PM IST

বাঁকুড়া, 31 অক্টোবর : বাড়ির বাইরে রাস্তায় খুন হলেন তৃণমূল নেতা ৷ বাঁকুড়ায় ফের প্রকাশ্যে এল শাসকদলের গোষ্ঠীকোন্দল ৷ ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে দশটা নাগাদ ৷ তালডাংরা থানার অধীনস্থ মান্ডিগ্রামে খুন হন তৃণমূল নেতা বিপ্লব রায় ৷ পুলিশ চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ৷ ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ৷

ফের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ খুন হলেন তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী । গতকাল রাতে তালডাংরা থানার অধীনস্থ মান্ডিগ্রামে বাড়ির বাইরে বসে কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন বিপ্লব রায় ৷ হঠাৎই কয়েকজন লোক লাঠিসোটা নিয়ে বিপ্লবের ওপর হামলা চালায় ৷ তাঁকে বেধড়ক মারধর করে । দু'পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে । গুরুতর জখম হন বছর একান্নর বিপ্লব ৷ তড়িঘড়ি বিপ্লবকে নিয়ে আসা হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ৷ সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

বাঁকুড়ায় তৃণমূল কর্মী খুনের ঘটনায় শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর

সেচ দফতরের কর্মী বিপ্লবের পরিবারের দাবি, ভোট পরবর্তী সময়ে রাজনৈতিক ক্ষমতা দখল নিয়ে বেশ কয়েকদিন ধরেই দ্বন্দ্ব চলছিল ৷ তার জেরেই হয়তো এই ঘটনা । পরিবারের তরফে তালডাংরা থানার পুলিশ অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ইতিমধ্যেই চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ । ঘটনা এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে ৷ তৃণমূলের দাবি, বিজেপি এঘটনা ঘটিয়েছে ৷ অন্যদিকে বিজেপির দাবি, এটি আর কিছু নয়, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ ।

আরও পড়ুন : Crime : প্রেসিডেন্সি জেলের পাঁচিল টপকে এসে পড় গাঁজার ব্যাগ

Last Updated : Oct 31, 2021, 7:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details