পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

10-20 নয়, 60 হাজার ! ময়দানে ফের ডিম-ভাত - like brigade, tmc supporter arrange egg curry and rice in bankura

বাঁকুড়ায় মমতার সভায় থাকছে 'ডিম-ভাত'-এর এলাহি আয়োজন৷ রবিবার সন্ধে থেকেই রান্নার কাজে হাত লাগিয়েছেন 200জন ৷

tmc arrange egg curry and rice for supporters
10-20 নয় 60 হাজার ! ময়দানে ফের ডিম-ভাত

By

Published : Feb 10, 2020, 8:59 PM IST

Updated : Feb 10, 2020, 11:49 PM IST

বাঁকুড়া, 10 ফেব্রুয়ারি : ব্রিগেডের হিট মেনু এবারে বাঁকুড়ায় ৷ তৃণমূল নেত্রীর জনসভায় দলীয় কর্মীদের জন্য থাকছে 'ডিম-ভাত'-এর এলাহি আয়োজন৷ তবে, এবারে সংখ্যাটা নেহাতি 1 বা 2 ডজন নয়৷ সংখ্যাটা এবারে 60 হাজার৷

মঙ্গলবার বাঁকুড়া শহরের গন্ধেশ্বরী নদীর তীরে রয়েছে তৃণমূল নেত্রীর সভা৷ 22টি ব্লক থেকে কমপক্ষে 60 হাজার কর্মী সমর্থকেরা আসবেন এই সভায়৷ আয়োজন করা হয়েছে মধ্যাহ্নভোজনেরও৷ ব্রিগেডের হিট মেনুই থাকছে বাঁকুড়ার সভার মধ্যাহ্নভোজনের৷

10-20 নয় 60 হাজার ! ময়দানে ফের ডিম-ভাত

দলনেত্রীর সভায় যাতে প্রত্যেকের পাতে সময় মতো খাবর পরে, তার জন্য রবিবারে সন্ধ্যে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন তৃণমূল কর্মী সমর্থকেরা৷ প্রায় 200 জন কর্মী হাত লাগিয়েছেন রান্নার কাজে৷ শহরের একটি বেসরকারি উদ্যানের বিস্তীর্ণ এলাকাজুড়ে তৈরি করা হয়েছে অস্থায়ী রন্ধনশালা৷ সোমবার চরম ব্যস্ততার মধ্যেই কাটল কর্মী সমর্থকদের দিন৷

সোমবার সন্ধে থেকে হবে খাবারের প্যাকেটিং৷ খাবারের কুপন ইতিমধ্যেই বিলি করা শুরু করেছেন তৃণমূল কর্মী সমর্থকেরা৷ এই কুপনের মাধ্যমেই মঙ্গলবার 'ডিম-ভাত'-এর প্যাকেট পেয়ে যাবেন সভায় আসা কর্মী সমর্থকেরা৷

Last Updated : Feb 10, 2020, 11:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details