বাঁকুড়া, 4 ডিসেম্বর:বাস্তু জমি সংক্রান্ত বিবাদের জের ৷ একই পরিবারের তিনজনকে ধারালো অস্ত্রের কোপ প্রতিবেশীর ৷ ঘটনায় মৃত্যু হয়েছে বাবা ও ছেলের এবং গুরুতর জখম হয়েছেন মা ৷ তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি রয়েছেন ৷ ঘটনাটি ঘটেছে বাঁকুড়া থানার নতুনচটি এলাকায় ৷ ঘটনায় মৃত্য হয়েছে অবসরপ্রাপ্ত শিক্ষক মথুরমোহন দত্ত (64) ও তাঁর ছেলে শ্রীধর দত্তের (29)।ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ ৷ তবে মূল দুই অভিযুক্ত এখনও অধরা ৷ তার খোঁজে তল্লাশি চলছে ৷
এ বিষয়ে এই বিষয়ে বাঁকুড়া জেলার পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেন, "বাঁকুড়া শহরের 11 নম্বর ওয়ার্ডে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে ৷ যেখানে দুটো পরিবারের মধ্যে জমি নিয়ে একটা ঝামেলা ছিল ৷ সেই কারণে একটি পরিবার অন্য পরিবারের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করেছে ৷ যার জন্য বাবা এবং ছেলে দু'জনেরই মৃত্যু হয়েছে ৷ আরেকজন অর্থাৎ মা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ৷ এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে ৷ দু'জন মূল অভিযুক্ত এখনও ধরা পড়েনি ৷তাদের খোঁজে তল্লাশি চলছে ৷"