পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Brazil Lover: হয়েছিল হাজতবাস, তবুও উন্মাদনা কমেনি বাঁকুড়ার 'ব্রাজিল বাড়ি'র - Brazil Lover Family of Bankura

ফুটবলে ব্রাজিলকেই সাপোর্ট করেন বাঁকুড়ার চৌধুরী বাড়ির সদস্যরা (Brazil Lover Family) ৷ বিশ্বকাপ এলেই বাড়িতে পড়ে সবুজ-হলুদ তুলির টান ৷ বিলি করা হল জার্সি ৷ ব্রাজিলের ফুটবলের জাদুতে মেতে চৌধুরী বাড়ির সদস্যরা ।

Brazil Lover News
ব্রাজিলকে নিয়ে উন্মাদনায় মেতে 'ব্রাজিল বাড়ি'

By

Published : Nov 28, 2022, 1:30 PM IST

Updated : Nov 28, 2022, 2:53 PM IST

বাঁকুড়া, 28 নভেম্বর:ফুটবল বিশ্বকাপের মহারণ এলেই পুরো চৌধুরী বাড়ি মুড়ে ফেলা হয় ব্রাজিলের পতাকায় (FIFA World Cup Qatar 2022) । দেওয়ালে দেওয়ালে তাদের তরফ থেকে লেখা হয় 'লেট আস সাপোর্ট ব্রাজিল' । বিলি করা হয় জার্সি । এমনকী ব্রাজিল ফিভারের জেরে গ্রেফতারও হতে হয়েছে তাঁদের । এভাবেই বাঁকুড়ার রবীন্দ্রসরণির ব্রাজিল বাড়ি উপভোগ করে ফুটবলের মহারণ । ব্রাজিলের অন্ধভক্ত কাকে বলা হয় একবার নিজের চোখে না দেখলে হয়ত বিশ্বাস করা যাবে না (Brazil Lover Family of Bankura) ।

ফুটবলের মহারণকে কেন্দ্র করে মহানগরীর রাজপথ থেকে অলিগলি যেভাবে সেজে উঠেছে, ঠিক একই স্বাদ পাওয়া গেল প্রান্তিক এই বাঁকুড়া জেলায় । সালটা ছিল 1998, যখন বৈদ্যুতিক মাধ্যমের ব্যাপার সেইভাবে ছিল না । সেই সময় থেকে বাঁকুড়ার এই বাড়ির ব্রাজিল উন্মাদনা শুরু হয় ৷ তখনকার দিনে হলুদ জার্সিতে হাতে তুলির টান দিয়ে লেখা হয়েছিল সবকটি ব্রাজিলিয়ান প্লেয়ারের নাম । দুই দশক আগের সেই জার্সি আজ অক্ষত অবস্থায় রয়েছে বাঁকুড়ার এই বাড়িতে ।

প্রতি চার বছর অন্তর ফুটবলের বিশ্বযুদ্ধ কখন শুরু হয় তার একপক্ষ আগে থেকে এই বাড়ির আনাচে-কানাচ মুড়ে ফেলা হয় হলুদ পতাকায় । ভারতীয় হয়েও ব্রাজিলিয়ানার ছোঁয়া ? হ্যাঁ ঠিকই শুনেছেন ব্রাজিলের ফুটবলের জাদু সত্যিই আকৃষ্ট করেছে এই বাড়ির সদস্যদের । এখনও ব্রাজিলের খেলা যখন টিভির পর্দায় আসে, সবাই একসঙ্গে উপভোগ করে এই খেলা ৷ কিন্তু নিয়ম একটাই ব্রাজিলের খেলা দেখতে হলে তাঁদের দেওয়া জার্সি পড়েই কিন্তু আসরে বসতে হবে ।

ব্রাজিলকে নিয়ে উন্মাদনায় মেতে 'ব্রাজিল বাড়ি'

আরও পড়ুন:ফুটবলে মেতে হেডশট দিচ্ছে এই সারমেয় ! দেখুন ভিডিয়ো

এই বাড়ির সদস্য বিশ্বজিত চৌধুরী জানান, এখনকার প্রজন্মের মধ্যে হয়ত এই ধরনের উচ্ছ্বাস নেই কিন্তু তিনি যতদিন থাকবেন উচ্ছ্বাস কিন্তু চলবেই । 2006 সালে যখন ঢাকঢোল পিটিয়ে গাড়িতে করে বাঁকুড়া শহর জুড়ে ব্রাজিল ব্রাজিল করে চিৎকার করে আনন্দ-উচ্ছ্বাস পালন করছিলেন তাঁরা, তাঁর ফলে গ্রেফতারও হতে হয়েছিল । কিন্তু তাতেও ব্রাজিল-প্রেম ফিকে হয়নি আজও ।

Last Updated : Nov 28, 2022, 2:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details