বাঁকুড়া, 28 নভেম্বর:ফুটবল বিশ্বকাপের মহারণ এলেই পুরো চৌধুরী বাড়ি মুড়ে ফেলা হয় ব্রাজিলের পতাকায় (FIFA World Cup Qatar 2022) । দেওয়ালে দেওয়ালে তাদের তরফ থেকে লেখা হয় 'লেট আস সাপোর্ট ব্রাজিল' । বিলি করা হয় জার্সি । এমনকী ব্রাজিল ফিভারের জেরে গ্রেফতারও হতে হয়েছে তাঁদের । এভাবেই বাঁকুড়ার রবীন্দ্রসরণির ব্রাজিল বাড়ি উপভোগ করে ফুটবলের মহারণ । ব্রাজিলের অন্ধভক্ত কাকে বলা হয় একবার নিজের চোখে না দেখলে হয়ত বিশ্বাস করা যাবে না (Brazil Lover Family of Bankura) ।
ফুটবলের মহারণকে কেন্দ্র করে মহানগরীর রাজপথ থেকে অলিগলি যেভাবে সেজে উঠেছে, ঠিক একই স্বাদ পাওয়া গেল প্রান্তিক এই বাঁকুড়া জেলায় । সালটা ছিল 1998, যখন বৈদ্যুতিক মাধ্যমের ব্যাপার সেইভাবে ছিল না । সেই সময় থেকে বাঁকুড়ার এই বাড়ির ব্রাজিল উন্মাদনা শুরু হয় ৷ তখনকার দিনে হলুদ জার্সিতে হাতে তুলির টান দিয়ে লেখা হয়েছিল সবকটি ব্রাজিলিয়ান প্লেয়ারের নাম । দুই দশক আগের সেই জার্সি আজ অক্ষত অবস্থায় রয়েছে বাঁকুড়ার এই বাড়িতে ।