বাঁকুড়া, 1 মে :করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে রাজ্যে ৷ পরিস্থিতি সামাল দিতে রাজ্য জুড়ে আংশিক লকডাউন ঘোষণা করেছে সরকার ৷ নির্দিষ্ট হয়েছে বাজার-হাটের সময় ৷ আর তাই বাঁকুড়া শহরের সানঘাট বাজারে অন্যান্য দিনের তুলনায় ভীড়টা একটু বেশি ৷ তড়িঘড়ি বাজার করতে গিয়ে শিকেয় উঠেছে করোনাবিধি ৷
শুক্রবার রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয় আংশিক লকডাউনের কথা ৷ বলা হয়, বাজার খোলা থাকবে সকাল সাতটা থেকে দশটা এবং বেলা তিনটে থেকে বিকাল পাঁচটা ৷ এই ঘোষণা হবার পরই আজ সকালে জনতার ঢল নামে বাঁকুড়ার এই বাজারে ৷ মাস্ক, স্যানিটাইজার তো দূর, সামাজিক দূরত্বটুকুও কাউকে মানতে দেখা গেল না ৷