পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাঁকুড়ার পুজোয় দুই বাংলার মেলবন্ধন - বাঁকুড়া

এই জেলাতেও থিমের পুজো জনপ্রিয় হয়েছে দর্শনার্থীদের মধ্যে ৷ এবার দুই বাংলার মেলবন্ধন উঠে এল প্রণবানন্দ পল্লি দুর্গোৎসব কমিটি পুজোতে ৷

বাঁকুড়ার পুজোয় দুই বাংলার মেলবন্ধন

By

Published : Oct 5, 2019, 5:12 PM IST

Updated : Oct 5, 2019, 5:28 PM IST

বাঁকুড়া : আজ মহা সপ্তমী ৷ সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ঢল৷ পিছিয়ে নেই বাঁকুড়াও ৷ এই জেলাতেও থিমের পুজো জনপ্রিয় হয়েছে দর্শনার্থীদের মধ্যে ৷ এবার দুই বাংলার মেলবন্ধন উঠে এল প্রণবানন্দ পল্লি দুর্গোৎসব কমিটি পুজোতে ৷

এই জেলাতেও থিমের পুজো জনপ্রিয় হয়েছে দর্শনার্থীদের মধ্যে

বাঁকুড়া শহরের এই পুজো এবার 21 বছরে পড়ল । বাজেট 12 লাখ টাকা ৷ দুই বাংলার মিলনকে ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপের থিমে৷

এবার দুই বাংলার মেলবন্ধন উঠে এল প্রণবানন্দ পল্লি দুর্গোৎসব কমিটি পুজোতে ৷

বাঁকুড়ার মণ্ডপে টেরাকোটা থাকবে না, তা কি হয়? টেরাকোটার অনুকরণে কাজ এবং বাংলার লণ্ঠন শিল্প ফুটে উঠেছে এই মণ্ডপের অন্দরে ৷ আলোকসজ্জাও মানানসই ৷

Last Updated : Oct 5, 2019, 5:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details