বাঁকুড়া, 6 অগস্ট : বাঁকুড়া শহরের বুকে লক্ষাধিক টাকার ব্যাগ নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা ৷ বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে মাচানতলার ফেমাস গলি এলাকায় ৷
স্থানীয় পোদ্দার পাড়ার বাসিন্দা পেশায় বাঁকুড়া পৌরসভার ট্যাক্স কালেক্টর গৌতম কুন্ডু এদিন দুপুরে বাঁকুড়ার হেড পোস্ট অফিস থেকে পাঁচ লাখ টাকা তোলেন । এরপর মাচানতলার ফেমাস গলির একটি হোটেলে খাবার খেতে ঢোকেন ৷ খাবার খাওয়ার পর টেবিলেই টাকার ব্যাগটি রেখে তিনি হাত ধুতে যান ৷ তারপর এসে দেখেন টেবিলে ব্যাগটি নেই ৷
কীভাবে খোয়া গেল টাকার ব্যাগ, জানাচ্ছেন গৌতম কুণ্ডু এদিনে ঘটনার পর গৌতমবাবু বলেন, " হেড পোস্ট অফিস থেকে টাকা তুলে হোটেলে খেতে গিয়েছিলাম ৷ খেয়ে হাত ধোয়ার পর টেবিলে ঘুরে দেখি ব্যাগ নেই ৷ তখন হোটেলের বাকি কর্মচারীদের জিজ্ঞাসা করলে তারা বলে দুটো ছেলে তখনই একটা ব্যাগ নিয়ে দৌড়ে পালাল ৷ হাত ধোয়ার সময় আমাকে একজন আড়াল করেছিল ৷ তার মধ্যেই নিমেষে ব্যাগ গায়েব হয়ে যায় ৷"
ব্যাগে পাঁচ লাখ টাকার পাশাপাশি পৌরসভার অনেক কাগজপত্র, ট্যাক্সের টাকা ও চালান ছিল বলে জানান গৌতমবাবু । এরপর পৌরসভার প্রশাসক মণ্ডলীর এক সদস্যের কথায় তিনি থানায় অভিযোগ জানান ৷
আরও পড়ুন :শিশু পাচার চক্রে জড়িত অভিযোগে গ্রেফতার কেন্দ্রীয় স্কুলের অধ্যক্ষ