রাইপুর (বাঁকুড়া), 20 অক্টোবর : ছত্রধর মাহাতকে কোরোনা আবহে হত্যা করার চক্রান্ত করছে সরকার । এই সরকার কিষাণজিকে হত্যা করেছে ৷ গতকাল বাঁকুড়ায় দলীয় সভায় এসে এমনই বললেন রাজ্য BJP-র যুব সভাপতি সৌমিত্র খাঁ ।
ছত্রধরকে হত্যার চক্রান্ত করছে রাজ্য সরকার : সৌমিত্র খাঁ - soumitra_suspects_chhatradhar_to_be_murdered by tmc government
গতকাল বাঁকুড়ার রাইপুরের সবুজবাজার এলাকায় একটি দলীয় সভা করেন BJP সাংসদ সৌমিত্র খাঁ ৷
গতকাল বাঁকুড়ার রাইপুরের সবুজবাজার এলাকায় একটি দলীয় সভা করেন সৌমিত্র খাঁ ৷ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, " রাজ্যের ক্ষতি করার জন্য জঙ্গলমহলের মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে হবে ৷ " এরপর তিনি বলেন, " মমতা বন্দ্যোপাধ্যায় মাওবাদী নেতা কিষাণজিকে হত্যা করিয়েছেন ৷ জ্ঞানেশ্বরী কাণ্ডে অভিযুক্ত বর্তমান তৃণমূল নেতা ছত্রধর মাহাতকেও কোরোনা আবহে হত্যার চক্রান্ত করছে রাজ্য সরকার ৷ "
এছাড়াও দুর্গাপুজোয় কোরোনার বিধিনিষেধ মেনে চলা নিয়ে সাংবাদিকদের সামনে তিনি বলেন, " দুর্গাপুজো নিজের পাড়ায় দেখুন, হাইকোর্টের রায় মেনে কোরোনা থেকে দুরে থাকুন । নিজের পাড়ার পুজোয় নিজেরাই থাকবেন ৷ এই সময় সাবধানতা অবলম্বন করা ভালো ৷ "