পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিক্ষক-শিক্ষিকাদের জন্য রাজ্যে প্রথম বায়োমেট্রিক অ্যাটেনডেন্স চালু বাঁকুড়ায় - রাজ্যে প্রথম পাইলট প্রজেক্ট হিসেবে প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের বায়োমেট্রিক অ্যাটেনডেন্স

বুধবার বাঁকুড়া জেলা প্রাইমারি সংসদের উদ্যোগে রাজ্যে প্রথম পাইলট প্রজেক্ট হিসেবে প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের বায়োমেট্রিক অ্যাটেনডেন্স সূচনা হলো।

The first biometric attendance in the state
রাজ্যে প্রথম বায়োমেট্রিক অ্যাটেনডেন্স

By

Published : Feb 6, 2020, 12:05 AM IST

Updated : Feb 6, 2020, 12:43 AM IST

বাঁকুড়া, 5 ফেব্রুয়ারি : রাজ্যে প্রথম পাইলট প্রোজেক্ট হিসেবে বাঁকুড়া জেলায় প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের বায়োমেট্রিক অ্যাটেনডেন্সের সূচনা হল। বুধবার বাঁকুড়া জেলা প্রাইমারি সংসদের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এই পদ্ধতির সূচনা করেন জেলাশাসক ডক্টর উমাশংকর এস ।

প্রাথমিকভাবে বাঁকুড়া শহরের পাঁচটি বিদ্যালয় দিয়ে এই পাইলট প্রোজেক্ট শুরু করা হল । বাঁকুড়া বালিকা প্রাথমিক বিদ্যালয়, মিশন বালিকা প্রাথমিক বিদ্যালয়, বঙ্গ প্রাথমিক বিদ্যালয়, গোয়েঙ্কা প্রাথমিক বিদ্যালয় এবং হিন্দু প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স মেশিনগুলি তুলে দেওয়া হয় পর্ষদের মাধ্যমে । প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে দেশের মধ্যে যথেষ্ট ভালো স্থানে রয়েছে বাঁকুড়া জেলা । এই পদ্ধতি চালু হওয়ার ফলে এক্ষেত্রে যথেষ্ট স্বচ্ছতা আসবে বলে মনে করছেন জেলা প্রশাসন এবং শিক্ষা সংসদের আধিকারিকরা ।


এই অনুষ্ঠানে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক, জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু, জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসন রিঙ্কু বন্দ্যোপাধ্যায়, জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক জগবন্ধু বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য আধিকারিকরা।

রাজ্যে প্রথম বায়োমেট্রিক অ্যাটেনডেন্স চালু বাঁকুড়ায়


বাঁকুড়া জেলায় বর্তমানে প্রায় 10হাজার 500 জন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা রয়েছেন । জেলার প্রাথমিকে ছাত্র-ছাত্রীর সংখ্যা 2 লাখ 57 হাজার 544 জন এবং জেলাতে প্রাথমিক বিদ্যালয় রয়েছে 3667 টি ।

Last Updated : Feb 6, 2020, 12:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details