বাঁকুড়া, 26 নভেম্বর: তিনদিন নিখোঁজ থাকার পর দেহ উদ্ধার যুবকের ৷ ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বেলিয়াতোড় থানার মারখা গ্রামে ৷ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় (Body Recovered)৷
বছর 22 এর সুমন দে গত 23 তারিখে এক আত্মীয়র বিয়ে বাড়িতে যাওয়ার পর থেকেই নিঁখোজ ছিলেন ৷ তিনি বাড়ি থেকে ফিরে নিঁখোজ হওয়ার পরে তার মোবাইল ফোন উদ্ধার হয় মারখা গ্রামের একটি পোলট্রি ফার্ম থেকে বলে জানা যায় । সুমনদের বাবা সঞ্জীব দে বেলিয়াতোড় থানায় মিসিং ডায়েরি করেন । পরিবারের লোকেরা ও সুমনের বন্ধু খোঁজ চালান বিভিন্ন জায়গায় । কিন্তু তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি ।