পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

5 বছরে কত প্রতিশ্রুতি, কাজের কাজ কিছুই হচ্ছে না : সূর্যকান্ত - Tmcp

পাত্রসায়রে গুলিবিদ্ধ দলীয় কর্মীর সঙ্গে দেখা করলেন CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র । গতকাল বিকেলে কাঁটাবন গ্রামে যান তিনি । সঙ্গে ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র । এরপর ওই এলাকায় একটি মিছিল ও পথসভায় অংশ নেন ।

সূর্যকান্ত মিশ্র

By

Published : Jul 7, 2019, 1:58 PM IST

Updated : Jul 7, 2019, 2:14 PM IST

বাঁকুড়া, 7 জুলাই : পাত্রসায়রে গুলিবিদ্ধ দলীয় কর্মীর সঙ্গে দেখা করলেন CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র । গতকাল বিকেলে কাঁটাবন গ্রামে যান তিনি । সঙ্গে ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র । এরপর ওই এলাকায় একটি মিছিল ও পথসভায় অংশ নেন ।

পথসভা থেকে কেন্দ্র ও রাজ্য সরকারকে তুলোধনা করেন সূর্যবাবু । বলেন, "আমাদের রাজ্য, দেশ খুব ভালো চলছে না । কেন্দ্রে পুনরায় মোদি সরকার এসেছে ঠিকই কিন্তু দেশের 56 শতাংশ মানুষ তাদের বিরুদ্ধে ভোট দিয়েছে । পেট্রল, ডিজ়েলের দামের সঙ্গে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে । এবার বাজেটের পর সেই দাম আরও বৃদ্ধি পাবে । সরকারের টাকার প্রয়োজন হলে গরিব, বড়লোক, হিন্দু, মুসলিম সকলের থেকে কর নেয় । কিন্তু, উত্তর থেকে দক্ষিণে কৃষক ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না । অথচ 5 বছরে নানা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ।" রাজ্য সরকারকে আক্রমণ করে তিনি বলেন, "মুখ্যমন্ত্রী কিষাণমান্ডি বানিয়েছেন । সেখানে ধান বিক্রি করা যায় না । কেনা যায় । যদি 1200 টাকায় ধান বিক্রি করতে হয় তাহলে সেই ধান কিনে কোনও লাভ নেই । বেছে বেছে মানুষের সর্বনাশ হচ্ছে ।"

দেখুন ভিডিয়ো

প্রসঙ্গত, 22 জুন (শনিবার) শুভেন্দু অধিকারী পাত্রসায়রে দলীয় কর্মসূচি সেরে ফেরার পর স্থানীয় কাঁকরডাঙা মোড়ে সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয় ক্লাস এইটের ছাত্র সহ মোট তিনজন । তাদের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় । গতকাল জখমদের সঙ্গে দেখা করতে যান সূর্যকান্ত মিশ্র । পরে তিনি বলেন, "ওদের সঙ্গে দেখা হল । একটু ভালো আছে ।"

Last Updated : Jul 7, 2019, 2:14 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details