পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাস্তে শান দিয়ে আগাছা কাটুন; তৃণমূল-BJP মুছে যাবে : সুজন

বাঁকুড়ায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে CPI(M) নেতা সুজন চক্রবর্তী তৃণমূল ও BJP-কে আক্রমণ করেন । বলেন, "যত বড় অপরাধী, তৃণমূলের তত বড় সম্পদ । মুখ্যমন্ত্রী এখন অপরাধী ছাড়া কাউকে ভরসা করতে পারছেন না ।"

সুজন চক্রবর্তী

By

Published : May 7, 2019, 5:56 PM IST

কোতলপুর, 7 মে : "কাস্তেটাকে ভালো করে শান দিন । আগাছাগুলোকে কেটে দিন । তৃণমূল মুছে যাবে । BJP পালিয়ে যাবে ।" দুই দলকে আক্রমণ করে আজ একথা বলেন CPI(M) নেতা সুজন চক্রবর্তী । বাঁকুড়ার কোতুলপুর নেতাজি মোড়ে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী সুনীল খাঁ-র সমর্থনে জনসভায় বক্তব্য রাখেন তিনি ।

সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "কৃষকের ফসলের ন্যায্য দাম, 18 হাজার টাকা ন্যূনতম মজুরি, বয়স্কদের ছ'হাজার টাকা পেনশন, সব হাতের কাজের দাবি নিয়েই বামপন্থীরা এই নির্বাচনে নেমেছে ।" বেশি সংখ্যায় বামপন্থীরা সাংসদরা যখন সংসদে পৌঁছাবেন তখন দিল্লি হোক বা রাজ্য, দুই সরকারকে তাঁরাই "তুর্কি নাচন নাচাবেন" বলে মন্তব্য করেন তিনি ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

যে তৃণমূল সেই BJP । আর যে BJP সেই তৃণমূল । একথা বলে তিনি বলেন, "আগে মুকুল রায় তৃণমূলের হয়ে দল ভাঙানোর খেলা খেলতেন । এখন উনি BJP-র হয়ে একই কাজ করছেন ।" সৌমিত্র খাঁ এখন BJP-তে । আবার দুনিয়ার তোলাবাজ অর্জুন সিং এখন তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিয়েছেন । আজ তাঁর বক্তব্য জুড়ে ছিল রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কঠোর সমালোচনা ।

সভা শেষে সুজন চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডলের তীব্র সমালোচনা করেন । সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "যত বড় অপরাধী, তৃণমূলের তত বড় সম্পদ । মুখ্যমন্ত্রী এখন অপরাধী ছাড়া কাউকে ভরসা করতে পারছেন না ।" অনুব্রত মণ্ডল প্রসঙ্গে তিনি বলেন, "উনি পুলিশকে বোমা মারতে শিখেছেন । বিরোধীদের ঘরে আগুন জ্বালাতে শিখেছেন । ওই সব করুন । তবে ওনাদের বাহিনী ক্রমশ মানুষের কাছে নিন্দিত হতে শুরু করেছে । যে তৃণমূল এক সময় BJP-কে কোলে করে এরাজ্যে নিয়ে এসেছে, তারাই এখন BJP-র বিরুদ্ধে কথা বলছে । কারণ ওরা বুঝে গেছে, ওদের লোক আর ওদের পাশে নেই । যেখানে মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে সেখানেই তৃণমূল-BJP দু'পক্ষই হারবে । বামপন্থী প্রার্থীরাই জয়লাভ করবে । বামপন্থীরা, শান্তি, শৃঙ্খলা আর মানুষের জন্য লড়াইয়ের ময়দানে আছে।"

কেন্দ্রীয় বাহিনীর পক্ষপাতিত্বের অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, CID আমার, CBI দিল্লির । মানুষের ট্যাক্সের টাকায় এই দুই তদন্তকারী সংস্থা চলে । ক্ষমতাসীন দল যখন কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলে তখন তারা এই ধরনের কথা বলে ।"

ABOUT THE AUTHOR

...view details