বিষ্ণুপুর, 23 এপ্রিল : আজ বাঁকুড়া জেলাশাসক দপ্তরে মনোনয়ন জমা দিলেন BJP নেতা সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা খাঁ । দল থেকে কি কোনও আশঙ্কা করা হচ্ছে যার ফলে সৌমিত্র খাঁকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে আটকে দেওয়া যেতে পারে ? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, "এই ধরনের কোনও আশঙ্কা নেই । তবে দলের সিদ্ধান্ত অনুযায়ী তিনি নমিনেশন জমা দিয়েছেন । সৌমিত্র খাঁর নমিনেশন বাতিল হয়নি আর হবেও না ।"
বিষ্ণুপুরে মনোনয়নপত্র জমা দিলেন সৌমিত্রর স্ত্রী - bishnupur
আজ বাঁকুড়া জেলাশাসক দপ্তরে মনোনয়ন জমা দিলেন BJP নেতা সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা খাঁ ।
অন্যদিকে, বিষ্ণুপুরের SDPO কমলকান্তি দাসের অপসারণ প্রসঙ্গে তিনি বলেন, "পঞ্চায়েত ভোট থেকে এই লোকসভা ভোটের আগে পর্যন্ত ওই অভিযুক্ত অফিসার সন্ত্রাস করেছিলেন । শাসকদলের হয়ে কাজ করেছেন । BJP প্রার্থীকে নমিনেশন জমা করতে দেননি । এমন কী অত্যাচারের কোনও সীমা ছিল না । একাধিক জায়গা থেকে তাঁর বিরুদ্ধে অভিযোগ গেছিল নির্বাচন কমিশনে । সেই অভিযোগের ভিত্তিতেই কমিশনের তরফ থেকে তাঁকে বিষ্ণুপুরের SDPO পদ থেকে অপসারিত করা হয় । নির্বাচন কমিশন বুঝেছে তাঁকে সরানো অত্যন্ত জরুরি ।" তিনি বলেন, "এই সিদ্ধান্তে আমরা খুব খুশি এবং এর জন্য নির্বাচন কমিশনকে সাধুবাদ জানাব ।"