পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিষ্ণুপুরে মনোনয়নপত্র জমা দিলেন সৌমিত্রর স্ত্রী - bishnupur

আজ বাঁকুড়া জেলাশাসক দপ্তরে মনোনয়ন জমা দিলেন BJP নেতা সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা খাঁ ।

সুজাতা খাঁ

By

Published : Apr 23, 2019, 5:46 PM IST

Updated : Apr 23, 2019, 5:56 PM IST

বিষ্ণুপুর, 23 এপ্রিল : আজ বাঁকুড়া জেলাশাসক দপ্তরে মনোনয়ন জমা দিলেন BJP নেতা সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা খাঁ । দল থেকে কি কোনও আশঙ্কা করা হচ্ছে যার ফলে সৌমিত্র খাঁকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে আটকে দেওয়া যেতে পারে ? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, "এই ধরনের কোনও আশঙ্কা নেই । তবে দলের সিদ্ধান্ত অনুযায়ী তিনি নমিনেশন জমা দিয়েছেন । সৌমিত্র খাঁর নমিনেশন বাতিল হয়নি আর হবেও না ।"

দেখুন ভিডিয়ো

অন্যদিকে, বিষ্ণুপুরের SDPO কমলকান্তি দাসের অপসারণ প্রসঙ্গে তিনি বলেন, "পঞ্চায়েত ভোট থেকে এই লোকসভা ভোটের আগে পর্যন্ত ওই অভিযুক্ত অফিসার সন্ত্রাস করেছিলেন । শাসকদলের হয়ে কাজ করেছেন । BJP প্রার্থীকে নমিনেশন জমা করতে দেননি । এমন কী অত্যাচারের কোনও সীমা ছিল না । একাধিক জায়গা থেকে তাঁর বিরুদ্ধে অভিযোগ গেছিল নির্বাচন কমিশনে । সেই অভিযোগের ভিত্তিতেই কমিশনের তরফ থেকে তাঁকে বিষ্ণুপুরের SDPO পদ থেকে অপসারিত করা হয় । নির্বাচন কমিশন বুঝেছে তাঁকে সরানো অত্যন্ত জরুরি ।" তিনি বলেন, "এই সিদ্ধান্তে আমরা খুব খুশি এবং এর জন্য নির্বাচন কমিশনকে সাধুবাদ জানাব ।"

Last Updated : Apr 23, 2019, 5:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details