পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আজ খাতড়ায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী

গতকাল হঠাৎ মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানসূচি পরিবর্তন হওয়ার খবর পাওয়া যায় দুপুর নাগাদ । নতুন অনুষ্ঠানসূচি অনুযায়ী গতকাল দুপুর সাড়ে তিনটে নাগাদ মুকুটমণিপুর গোড়াবাড়ি একলব্য বিদ্যালয়ের মাঠে নামে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার ।

Chief Minister in Bankura
মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানসূচির পরিবর্তন বাঁকুড়াতে

By

Published : Nov 22, 2020, 5:30 PM IST

Updated : Nov 23, 2020, 7:32 AM IST

বাঁকুড়া, 23 নভেম্বর : জঙ্গলমহলে বাঁকুড়া সফর ঘিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানের হঠাৎ রদবদল । গতকাল দুপুর আড়াইটে নাগাদ জেলা প্রশাসন থেকে জানানো হয় মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান পরিবর্তন হয়েছে । গতকালই দুপুর সাড়ে তিনটে নাগাদ মুকুটমণিপুরে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার অবতরণ করে ।

আজ মুখ্যমন্ত্রীর বাঁকুড়ায় এসে পৌঁছানোর কথা ছিল । প্রথমে খাতড়াতে গুরুসদয় মঞ্চে প্রশাসনিক বৈঠক করার কথা ছিল বেলা একটা থেকে । 24 নভেম্বর সিধো-কানহো স্টেডিয়ামে খাতড়ায় প্রশাসনিক সভার কথা ছিল তাঁর ৷ এবং তার পরদিন অর্থাৎ 25 নভেম্বর বাঁকুড়া সদর থানার শুনুকপাহাড়িতে একটি রাজনৈতিক সভা করার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ।

গতকাল হঠাৎ তাঁর অনুষ্ঠানসূচি পরিবর্তন হওয়ার খবর পাওয়া যায় দুপুর নাগাদ । নতুন অনুষ্ঠানসূচি অনুযায়ী গতকাল দুপুর সাড়ে তিনটে নাগাদ মুকুটমণিপুর গোড়াবাড়ি একলব্য বিদ্যালয়ের মাঠে নামে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার ৷ সেখান থেকে তিনি কংসাবতী সেচ বাংলাতে চলে যান । সেচ বাংলাতে গতকাল জেলার বেশ কিছু নেতার সঙ্গে তিনি একটি বৈঠক করবেন বলেও জানা গেছে । আজ মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা করবেন খাতড়ার সিধো-কানহো স্টেডিয়ামে ।

বাঁকুড়াতে পৌঁছালেন মুখ্যমন্ত্রী

24 নভেম্বর বাংকুড়া থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন তিনি । ওইদিনই বেলা আড়াইটে নাগাদ প্রশাসনিক বৈঠক করবেন রবীন্দ্রভবনে । এই বৈঠকটি খাতড়াতে গুরুসদয় মঞ্চে করার কথা ছিল 23 নভেম্বর । 24 নভেম্বর বাঁকুড়া সার্কিট হাউজ়ে রাত্রিযাপন করবেন তিনি এবং পরদিন অর্থাৎ 25 নভেম্বর রাজনৈতিক সভা করবেন সেটা আগের থেকেই স্থির করা হয়েছে বাঁকুড়া সদর থানার শুনুকপাহাড়ি হাট ময়দানে।

Last Updated : Nov 23, 2020, 7:32 AM IST

ABOUT THE AUTHOR

...view details