বাঁকুড়া, 5 অক্টোবর:বেপরোয়া স্কুল বাসের ধাক্কায় বাঁকুড়ায় মৃত্যু আর এক পড়ুয়ার ৷ আজ সকালে কোতুলপুর ব্লকের তেঁতুলমুড়ি গ্রামের বাসিন্দা 15 বছরের দেব দে বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে মির্জাপুরে টিউশন পড়তে যাচ্ছিল । সেই সময় পথে আচমকাই তাকে ধাক্কা মারে বেপরোয়া গতিতে আসা একটি স্কুল বাস ৷ এমনটাই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা । বেপরোয়া ওই স্কুল বাসের ধাক্কাতেই মাটিতে লুটিয়ে পড়ে নবম শ্রেণির এই ছাত্র । তড়িঘড়ি স্থানীয়দের তৎপরতায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বগুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয় ৷ সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ।
ঘাতক ওই স্কুল বাসটিকে এখনো পর্যন্ত আটক করা সম্ভব হয়নি । বাসটির খোঁজ ইতিমধ্যেই শুরু করেছে কোতুলপুর থানার পুলিশ । সাত সকালে এই ধরনের মর্মান্তিক পথ দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকা জুড়ে । উজ্জ্বল প্রামাণিক নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, "ওই ছেলেটি আজ সকালে তেঁতুলমুড়ি থেকে মির্জাপুরের উদ্দেশে টিউশন পড়তে যাচ্ছিল ৷ মেন রাস্তায় উঠতেই তাকে ধাক্কা মারে একটি স্কুল বাস ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তার ৷ পরে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকেই স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশীদের খবর দেওয়া হয় ৷ তারপরেই তারা ছুটে আসেন ।"