পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিশেষভাবে সক্ষমদের হুইল চেয়ার প্রদান খাদ্য প্রতিমন্ত্রীর - রানিবাঁধ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকগণ

বাঁকুড়া জেলার রানিবাঁধ বিধানসভা এলাকার 30 জন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন জোৎস্না মান্ডি ৷ 9 অগস্ট খাদ্য ও সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী জোৎস্না মান্ডির জন্মদিন ৷ নিজের জন্মদিন উপলক্ষ্যে হুইল চেয়ার তুলে দিলেন তাঁদের ৷ ওই দিন তিনি বলেন ভবিষ্যতে তিনি সমস্ত ধরনের বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য স্কুল বা শিক্ষার ব্যবস্থা করবেন।

খাদ্য প্রতিমন্ত্রী জোৎস্না মান্ডি
খাদ্য প্রতিমন্ত্রী জোৎস্না মান্ডি

By

Published : Aug 11, 2021, 7:36 PM IST

বাঁকুড়া, 11 অগস্ট : খাদ্য ও সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী তথা বাঁকুড়া জেলার রানিবাঁধ বিধানসভার বিধায়ক জোৎস্না মান্ডির ব্যক্তিগত উদ্যোগে তাঁর বিধানসভা এলাকার 30 জন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের হাতে যন্ত্রচালিত সাইকেল তুলে দিলেন খাতড়া গুরুসদয় মঞ্চে।

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বিশেষভাবে সক্ষম কল্পনা সইসের হাত ধরে অনুষ্ঠানের সূচনা হয়। এছাড়াও এদিন মন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাতড়া মহকুমা শাসক মৈত্রী চক্রবর্তী, খাতড়া মহকুমা হাসপাতালের সুপার রতন শাসমল সহ খাতড়া ও রানিবাঁধ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকগণ সহ অন্য আধিকারিকরা।

উল্লেখ্য তাঁর 9 অগস্ট জন্মদিন উপলক্ষে প্রতিবছর বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের পাশে দাঁড়ান এই বছরও ব্যতিক্রমী নন। 9 অগস্ট বিশ্ব আদিবাসী দিবস পালন কর্মসূচি থাকায় ওইদিন না হলেও মঙ্গলবার তিনি খাতড়া গুরুসদয় মঞ্চে এই অনুষ্ঠানটি পালন করলেন।

হুইল চেয়ার প্রদান

আরও পড়ুন : ধামসা-মাদলের সুরে, মাথায় ঘট নিয়ে আদিবাসী নাচে পা মেলালেন সায়ন্তিকা

রানিবাঁধ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি এদিনের এই অনুষ্ঠান কর্মসূচিতে তিনি জানান, "9 অগস্ট আমার জীবনের এক অন্যতম দিন। আমি যখন সমাজে সুস্থ ও স্বাভাবিক ভাবে বেঁচে আছি তখন বিশেষভাবে সক্ষমদের দেখে অনেকটাই খারাপ লাগে আমার ৷ তারা দেখি অনেকটাই পিছিয়ে আছে, তাই তাদের হাতে সাইকেল প্রদান করলাম এবং এর মাধ্যমে তারা বিভিন্ন দিক সহ শিক্ষার দিক দিয়ে সামনে এগিয়ে যাবে এই আশা রাখছি।" এর পাশাপাশি তিনি আরও বলেন, ভবিষ্যতে তাঁর ইচ্ছে তিনি সমস্ত ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য কোনও স্কুল বা শিক্ষার ব্যবস্থা করা।

ABOUT THE AUTHOR

...view details