বাঁকুড়া, 2 জুলাই : বাঁকুড়াতে কোরোনায় কারও মৃত্যু হয়নি বলে জানাল রাজ্য স্বাস্থ্য দপ্তর । সংশোধনী তথ্যটি গতকাল রাজ্যের হেল্থ বুলেটিনে প্রকাশ পায় । মঙ্গলবার রাজ্যের হেলথ বুলেটিনে প্রকাশিত হয় যে বাঁকুড়ায় কোরোনা সংক্রমিত হয়ে একজন মারা গেছে । এনিয়ে জেলা স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে জেলা প্রশাসনের সর্বোচ্চ আধিকারিকরা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন । বাঁকুড়াতে একমাত্র ওন্দাতে কোভিড হাসপাতাল রয়েছে । সেখানে কোনও রোগীর মৃত্যু হয়নি ।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, কোরোনায় আক্রান্ত হয়ে কোনও রোগীর মৃত্যুর খবর এখনও পাননি । রাজ্য স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করবেন বলেও জানান । সব কিছুর পরে জানা যায় যে, বাঁকুড়াতে কোরোনা আক্রান্তের মৃত্যুর তথ্যটি ভুল । আসলে পূর্ব বর্ধমানের কোরোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ।