বাঁকুড়া , 1 জুলাই : কোরোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হল বাঁকুড়ায় । রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অন্তত তাই বলছে । কিন্তু জেলা স্বাস্থ্য বিভাগের তরফে জানানো হয় , এই বিষয়ে তাদের কাছে কোনও তথ্য নেই ।
রাজ্য স্বাস্থ্য দপ্তরের শেষ বুলেটিন অনুযায়ী , বাঁকুড়া জেলায় একজন আক্রান্তের মৃত্যুর খবর প্রকাশিত হয় । কিন্তু এই বিষয়ে কোনও তথ্য নেই জেলা স্বাস্থ্য বিভাগে । এই বিষয়ে বাঁকুড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শ্যামল সোরেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান , বাঁকুড়ার একমাত্র COVID হাসপাতাল রয়েছে ওন্দাতে । তবে এখনও পর্যন্ত সেখানে কোনও আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়নি ।
বাঁকুড়ার জেলাশাসক এস অরুণ প্রসাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি একই কথা বলেন । জানান , এ বিষয়ে কোনও তথ্য তাঁর কাছে নেই । বাঁকুড়া জেলার কোনও হাসপাতালে এরকম কোনও মৃত্যুর খবর নেই । তবে বাঁকুড়ার কোনও বাসিন্দা হয়ত রাজ্যের অন্যত্র গিয়ে আক্রান্ত হয়ে মারা গিয়ে থাকতে পারেন ।
কিন্তু সেখানেও প্রশ্ন উঠছে । এই অবস্থায় যদি কোনও রোগীর ভিন জেলায় মৃত্যু হয় , তাহলে তাঁর সম্পর্কে সবরকম তথ্য জেলা প্রশাসনের কাছে পাঠানো উচিত । পাশাপাশি কোনও ব্যক্তি বাইরে থেকে বাঁকুড়া জেলায় আসলেন । কিন্তু এখান থেকে পরীক্ষা করে নিজের জেলায় ফিরে যাওয়ার পর যদি রিপোর্ট পজ়িটিভ আসে এবং ওই ব্যক্তি মারা যান , তাহলে যে জেলার বাসিন্দা সেই জেলার মৃত্যুর তালিকায় তাঁর নাম থাকবে । জেলা প্রশাসন সূত্রে খবর , গত দেড় মাস ধরে বাঁকুড়া থেকে কোনও আক্রান্তকে চিকিৎসার জন্য ভিন জেলাতে পাঠানো হচ্ছে না ।
রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী , বাঁকুড়া জেলায় মোট আক্রান্ত 248 জন । অথচ , তাঁদের মধ্যে 19 জনের তথ্য জেলা স্বাস্থ্য বিভাগের কাছে নেই । উল্লেখ্য , বাঁকুড়া জেলায় মোট সক্রিয় আক্রান্ত 44 জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 203 জন । এবং জেলায় প্রথম মৃত্যু হয়েছে একজনের ।