বাঁকুড়া, 7 মে : বাঁকুড়ার একটি হোম থেকে এক শিশুকন্যাকে দত্তক নিচ্ছেন স্পেনের দম্পতি । আজ অনলাইনের মাধ্যমে বাঁকুড়া জেলা আদালতে সম্পূর্ণ হল শুনানি । সমস্ত আইনি বিষয় খতিয়ে দেখেছেন জেলা জাজ অপূর্ব সিনহা ।
বাঁকুড়া থেকে শিশুকন্যা দত্তক নিচ্ছেন স্পেনের দম্পতি - girl child adoption
গতবছর স্পেনের এক দম্পতি সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স এজেন্সির কাছে দত্তক নেওয়ার ব্যাপারে আবেদন জানান । আজ বাঁকুড়া জেলা আদালতে সেই আর্জির শুনানি হয় ।
গত বছর অথরাইজ়ড ফরেন অ্যাডপশন এজেন্সির মাধ্যমে স্পেনের এক দম্পতি সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স এজেন্সির কাছে দত্তক নেওয়ার ব্যাপারে আবেদন জানান । এরপর লটারির মাধ্যমে তাঁদের জানানো হয়, বাঁকুড়ার ছাতনা থানার চামটাগোড়া মহিলা আদিবাসী সমিতি থেকে একটি 4 বছরের শিশুকন্যাকে দত্তক দেওয়া হবে তাঁদের। দু'দেশের কর্তৃপক্ষের মধ্যে সমস্ত আইনি কাগজপত্র আদান-প্রদান ইতিমধ্যে শেষ হয়েছে। এনিয়ে বাঁকুড়ার জেলা আদালতেও আর্জি জানান তাঁরা । আজ তারই শুনানি ছিল । জেলা জাজ অপূর্ব সিনহা রায় অনলাইনের মাধ্যমে কথা বলেন ওই দম্পতির সঙ্গে। বর্তমানে তাঁদের কোনওরকম কোরোনা সংক্রমণ রয়েছে কি না সেই বিষয়েও জানতে চাওয়া হয় আদালতের তরফে। আজ এই শুনানি প্রক্রিয়ায় দোভাষী হিসেবে কাজ করেন অরুমিতা মুখোপাধ্যায় । বর্তমানে রাইটার্সের অর্থদপ্তরে কর্মরত ।
এবিষয়ে বাঁকুড়ার জেলা জজ অপূর্ব সিনহা রায় বলেন, "বর্তমানে আইনতভাবে ওই শিশুকন্যার অভিভাবক জেলা জজ। তাই তাঁর দায়িত্ব এবং কর্তব্য হল যে দম্পতিকে শিশুকন্যাটি দেওয়া হবেতাঁদের সম্পর্কে সম্পূর্ণ তথ্য এবং শারীরিক অবস্থা খতিয়ে দেখা। এবিষয়ে যদিও সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র আমাদের কাছে এসে পৌঁছেছে তবুও আমরা চেয়েছিলাম সরাসরি ওই দম্পতির সঙ্গে কথা বলতে। আজ আদালতে বিশেষ ব্যবস্থা করে স্পেনের ওই দম্পতির সঙ্গে সরাসরি কথা বলা হয় । বাঁকুড়ায় এই প্রথম এভাবে একটি আন্তর্জাতিক দত্তক দেওয়ার শুনানি হল। যেহেতু বর্তমানে ভারত এবং স্পেন দুই দেশই কোরোনায় আক্রান্ত, তাই উভয়ের তরফে একটি সিদ্ধান্ত হয় । পরিস্থিতি স্বাভাবিক হলেই ওই শিশুকন্যাকে স্পেনে পাঠানোর ব্যবস্থা করা হবে।"