পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Soumitra and Sujata Divorce Case : সুজাতার সঙ্গে সম্পর্কের ইতি টানতে ডিভোর্স ফাইল করলেন সৌমিত্র - Soumitra khan files for divorce Sujata Mondal

বাঁকুড়া জেলা আদালতে ডিভোর্সের ফাইল করাতে সৌমিত্র খাঁ (soumitra sujata divorce case) ৷ তবে কি সুজাতার সঙ্গে বৈবাহিক সম্পর্কে ইতি টানতে চলেছেন বিষ্ণুপুরের সাংসদ ?

Soumitra-Sujata
সৌমিত্র-সুজাতা

By

Published : Jan 10, 2022, 8:58 PM IST

Updated : Jan 10, 2022, 9:30 PM IST

বাঁকুড়া, 10 জানুয়ারি : দূরত্ব বেড়েছিল আগেই ৷ স্ত্রী সুজাতার সঙ্গে এবার আইনি সিলমোহর দেওয়ার পথে হাঁটলেন সৌমিত্র খাঁ ৷ স্ত্রী সুজাতা মণ্ডলের সঙ্গে ডিভোর্সের ফাইল করাতে সোমবার বাঁকুড়া জেলা আদালতে আসেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra khan files for divorce Sujata Mondal। দীর্ঘক্ষণ কথা বলেন তাঁর ব্যক্তিগত আইনজীবীর সঙ্গে । আজ থেকে এই মামলা চালু হল বলে জানান সাংসদ সৌমিত্র খাঁয়ের আইনজীবী সোমনাথ রায় চৌধুরী ।

গত লোকসভা নির্বাচনের আগে তৃণমূল শিবির থেকে বেরিয়ে এসে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে টিকিট পান ঐ লোকসভা কেন্দ্রেরই প্রাক্তন সাংসদ সৌমিত্র খাঁ । আদালত তাঁকে নির্দেশ দেয় নিজের লোকসভা কেন্দ্রে ঢুকে প্রচার করতে পারবেন না ৷ স্বামীর জন্য সুজাতা মণ্ডল ভোটের রণাঙ্গনে নেমে পড়েন । প্রচার থেকে শুরু করে সমস্ত নির্বাচনী কার্যকলাপ নিজে হাতে সামলান সৌমিত্র ঘরণী ৷

সৌমিত্র সুজাতার ডিভোর্স নিয়ে যা বললেন আইনজীবী

আরও পড়ুন :পদ্ম-ঘাসফুলের লড়াইয়ে আজ সুজাতা-সৌমিত্রর গোলাপে শুধুই কাঁটা

ফলস্বরূপ সৌমিত্র খাঁ ফের বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন । তারপরেই হঠাৎ ছন্দপতন ৷ সোশাল মিডিয়ায় সৌমিত্র এবং সুজাতার বিবাহবিচ্ছেদ নিয়ে শুরু হয় জোর জল্পনা ৷

গত বিধানসভা ভোটের আগে সুজাতা যোগ দেন তৃণমূলে ৷ এরপর একাধিকবার তাঁদের মান-অভিমান প্রকাশ্যে আসে ৷ চোখের জলে প্রকাশ হওয়া সেই অভিব্যক্তিও খবরের শিরোনামে আসে ৷ কয়েকবার সৌমিত্র খাঁয়ের তৃণমূলে যোগদানের কথাও জোরের সঙ্গে বলেছিলেন সুজাতা ৷ পাশাপাশি তিনি ডিভোর্স চান না বলে, চিঠিও দিয়েছিলেন স্বামী সৌমিত্র ৷ কিন্তু তাও শেষরক্ষা হল না ৷

বিবাহবিচ্ছেদের সেই জল্পনা আরও উস্কে দিতে আজ বাঁকুড়া জেলা আদালতে হাজির হন রাজ্য বিজেপির সহ-সভাপতি তথা বিষ্ণুপুর লোকসভার সাংসদ সৌমিত্র খাঁ । স্ত্রী-র সঙ্গে বিবাহ বিচ্ছেদের ফাইল দায়ের করেন ।

আরও পড়ুন :ডিভোর্স চান না, সৌমিত্রকে দীর্ঘ চিঠি "অভিমানী" সুজাতার

Last Updated : Jan 10, 2022, 9:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details