বাঁকুড়া, 10 জানুয়ারি : দূরত্ব বেড়েছিল আগেই ৷ স্ত্রী সুজাতার সঙ্গে এবার আইনি সিলমোহর দেওয়ার পথে হাঁটলেন সৌমিত্র খাঁ ৷ স্ত্রী সুজাতা মণ্ডলের সঙ্গে ডিভোর্সের ফাইল করাতে সোমবার বাঁকুড়া জেলা আদালতে আসেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra khan files for divorce Sujata Mondal। দীর্ঘক্ষণ কথা বলেন তাঁর ব্যক্তিগত আইনজীবীর সঙ্গে । আজ থেকে এই মামলা চালু হল বলে জানান সাংসদ সৌমিত্র খাঁয়ের আইনজীবী সোমনাথ রায় চৌধুরী ।
গত লোকসভা নির্বাচনের আগে তৃণমূল শিবির থেকে বেরিয়ে এসে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে টিকিট পান ঐ লোকসভা কেন্দ্রেরই প্রাক্তন সাংসদ সৌমিত্র খাঁ । আদালত তাঁকে নির্দেশ দেয় নিজের লোকসভা কেন্দ্রে ঢুকে প্রচার করতে পারবেন না ৷ স্বামীর জন্য সুজাতা মণ্ডল ভোটের রণাঙ্গনে নেমে পড়েন । প্রচার থেকে শুরু করে সমস্ত নির্বাচনী কার্যকলাপ নিজে হাতে সামলান সৌমিত্র ঘরণী ৷
আরও পড়ুন :পদ্ম-ঘাসফুলের লড়াইয়ে আজ সুজাতা-সৌমিত্রর গোলাপে শুধুই কাঁটা
ফলস্বরূপ সৌমিত্র খাঁ ফের বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন । তারপরেই হঠাৎ ছন্দপতন ৷ সোশাল মিডিয়ায় সৌমিত্র এবং সুজাতার বিবাহবিচ্ছেদ নিয়ে শুরু হয় জোর জল্পনা ৷