পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আলোর ব্যবসা অন্ধকারে, আত্মহত্যা করছেন বিষ্ণুপুরের লন্ঠন শিল্পীরা - লন্ঠন শিল্প

খারাপ সময়েও কিছু দ্রব্য বিদেশে যেত ৷ থিম পুজোয় ব্যবহার হত লন্ঠন ৷ পৃথিবী জোরা অতিমারির দাপটে সে সবও অতীত হতে বসেছে ৷

some-workers have-committed-suicide-lanthan-industry of bishnupur- is in deep crisis
some-workers have-committed-suicide-lanthan-industry of bishnupur- is in deep crisis

By

Published : Jun 17, 2021, 4:53 PM IST

Updated : Jun 17, 2021, 6:27 PM IST

বিষ্ণুপুর, 17 জুন : আলোর ব্যবসা অন্ধকারে ! আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন কারিগররা ৷ সংকটে বিষ্ণুপুরের বাহারি লন্ঠন শিল্প ৷ বিপদে কারিগররা, ব্যবসায়ীরাও । এমনিতেই টিন, কাচ, বাহারি ডিজাইনে তৈরি শৌখিন লন্ঠন বিকোয় না আগের মতো ৷ চোখ ধাঁধানো চিনা আলোয় ঝুঁকেছে মানুষ ৷ তবু, যেটুকু ব্যবসা ছিল, তাও কেড়ে নিচ্ছে করোনা ৷ করোনা আর লকডাউনে প্রায় দু-বছর ধরে ব্যবসা বন্ধ ৷

এককালে এই লন্ঠনের আলোয় আলোকিত হত গ্রাম থেকে শহর ৷ বিষ্ণুপুরের লন্ঠন রফতানি হত রাজ্য ছাড়িয়ে দেশে ৷ সে সময় শহরে লন্ঠনের দোকান ছিল দেড়শোটির বেশি ৷ আজ কমতে কমতে কুড়ি-পঁচিশটিতে এসে ঠেকেছে ৷ শিল্পীরা জানান, খারাপ সময়েও কিছু মাল বিদেশে যেত ৷ থিম পুজোয় ব্যবহার হত লন্ঠন ৷ পৃথিবী জোরা অতিমারির দাপটে সে সবও অতীত হতে বসেছে ৷ ফলে লন্ঠনের যে ঘরে 40-45 জন কারিগর কাজ করত, এখন সেখানে কর্মী সংখ্যা দুই থেকে তিন জন ৷

সংকটে বিষ্ণুপুরের লন্ঠন শিল্প

লন্ঠন শিল্পী তারাপদ বাগদি বলেন, "সপ্তাহে দু-দিন কাজ হচ্ছে তো পাঁচ দিন বন্ধ থাকছে ৷ অনেক কারিগর আত্মহত্যার পথ বেছে নিয়েছে ৷ সরকারি সাহায্য বলতেও কিছু পাচ্ছি না ৷"

আরও পড়ুন: লকডাউনে কাজ হারিয়ে দিশেহারা নদিয়ার তাঁতশিল্পীরা

তপন গড়াই বলেন, "এখন কাজ হয় বছরে এক মাস বা দুই মাস ৷ কাঁচামালের দামের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে না লন্ঠনের দাম ৷ করোনায় তো কাজ নেই, বসে আছি ঘরে ৷"

আরও পড়ুন: বন্ধ পর্যটন, করোনাকালে চরম সংকটে শুশুনিয়ার পাথর শিল্পীরা

এমন অবস্থায় অনেকেই উপার্জনের অন্য পথ বেছে নিলেও বাপ-ঠাকুর্দার ব্যবসা ছাড়তে পারছেন না কেউ কেউ ৷ তাঁদের আশা, সুদিন ফিরবে ৷ ফের বেচা-কেনা হবে, শিল্পের কদর করবে সমঝদার । কিন্তু সরকারি সাহায্য চাই ৷ নচেত বাঁচবে না শিল্প, শিল্পীরাও ।

Last Updated : Jun 17, 2021, 6:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details