পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Shankha Shilpi : বাঁকুড়ায় শঙ্খশিল্পী পাচ্ছেন রাষ্ট্রপতি পুরস্কার, খুশির হাওয়া হাটগ্রামে - Bankura Shankha Shilpi

রাষ্ট্রপতির কাছ থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করবেন বাঁকুড়া জেলার হাটগ্রামের শঙ্খশিল্পী বাবলু নন্দী ৷ এই খবরের পর স্বাভাবিক ভাবেই এলাকায় খুশির হাওয়া ৷ খুশি শিল্পীর পরিবারও ৷ তাঁর মেয়ে জানাল, বাবার থেকে এই কাজ শিখতে চায় সে-ও ৷

বাঁকুড়ায় শঙ্খশিল্পী পাচ্ছেন রাষ্ট্রপতি পুরস্কার
সাফল্যের পথে স্ত্রী-কন্যাকে পাশে পেয়েছেন শঙ্খশিল্পী

By

Published : Sep 9, 2021, 6:52 PM IST

বাঁকুড়া, 9 সেপ্টেম্বর : শঙ্খশিল্পের গ্রাম বলে পরিচিত বাঁকুড়ার হাটগ্রাম ৷ সেই গ্রামেরই শঙ্খশিল্পী বাবলু নন্দী পাবেন জাতীয় পুরস্কার ৷ স্বাভাবিক ভাবেই খুশির হাওয়া গ্রামে । খুশি শিল্পীর পরিবারও । শিল্পীকন্যা জানাল, বাবার এই সাফল্য তাকে অনুপ্রাণিত করেছে ৷ এই কাজ শিখতে চাও সে-ও ৷

ছোটবেলা থেকেই এই শিল্পকর্ম টেনেছে বাবলুকে ৷ বছর পঞ্চাশের এই শিল্পী আজন্ম এই শিল্পের সঙ্গেই যুক্ত ৷ বাবা সত্য নন্দীও এই পেশার সঙ্গে যুক্ত ছিলেন । তাই ছোটবেলা থেকেই এই কাজ খুব কাছ থেকে দেখেছেন ৷ শিখেও নিয়েছেন ৷ পরে সেটাই পেশা বানিয়ে নিয়েছেন ৷ চিরাচরিত ধারার পাশাপাশি নিজস্ব ধারা তৈরি করেছেন ৷ শঙ্খের উপর ফুটিয়ে তুলেছেন সামাজিক বিভিন্ন ইস্যু ৷ মানব সভ্যতার ক্রমবিকাশ থিমকে পাথেয় করে সৃষ্টি করেছেন বেশ কিছু শিল্পকর্ম ৷ আদিম যুগ থেকে বর্তমানকাল পর্যন্ত মানব সভ্যতার ক্রমবিকাশ ফুটে উঠেছে তাঁর কাজে ৷ তার মধ্যেই পাওয়া গিয়েছে সাক্ষরতা প্রসারের বার্তাও ৷ তাঁর মহাভারতের উপর কাজের জন্য এবার তিনি জাতীয় পুরস্কার পেতে চলেছেন ৷

ইন্দপুর ব্লকের হাটগ্রামের এই শঙ্খশিল্পী 'কুরুক্ষেত্রে কৃষ্ণ' থিমের জন্য 2018-19 সালে রাজ্যস্তরের প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছিলেন । পরে তিনি রাজ্য থেকে কেন্দ্রীয় স্তরের প্রতিযোগিতার জন্য মনোনীত হন । এবার কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রকের অধীনস্ত হস্তশিল্প বিভাগের তরফ থেকে এই কাজের স্বীকৃতি হিসাবে শঙ্খশিল্পী বাবলু নন্দীকে জাতীয় পুরস্কারের জন্য মনোনীত করা হয় ৷

শঙ্খশিল্পীর বাড়িতে বাবা-মা ছাড়াও রয়েছেন স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে । শিল্পীকে সর্বক্ষণ সহযোগিতা করে চলেছেন তাঁর স্ত্রী মঞ্জু নন্দী ৷ সংসারের ধাক্কা যাতে স্বামীকে পোহাতে না হয় তার জন্য আপ্রাণ চেষ্টা করেন তিনি ৷ আর্থিক দায়ভারও নেন যাতে স্বামী এসব নিয়ে চিন্তিত হতে না হয় ৷ তিনি যাতে তাঁর কাজে মনোনিবেশ করতে পারেন তাঁর চেষ্টায় সদা ব্যস্ত মঞ্জু ৷ মেয়ে মৌলিও খুব মজা পাচ্ছে বাবার এই সাফল্যে ৷ তার বন্ধুরা তাকে শুভেচ্ছা জানাচ্ছে ৷ তার বাবার সাফল্যের কথা শেয়ার করছে ফেসবুক-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ৷ অল্পবয়সী মৌলির খুব স্বাভাবিক ভাবেই রোমাঞ্চ অনুভুত হচ্ছে এসবে ৷ সে জানায়, বাবার এই শিল্পকর্ম সে-ও শিখতে চায় ৷ বিষয়টা তাকে টানে ৷

সাফল্যের পথে স্ত্রী-কন্যাকে পাশে পেয়েছেন শঙ্খশিল্পী

একটা সময় হাটগ্রামে 250টি পরিবার এই শঙ্খশিল্পের সঙ্গে যুক্ত ছিলেন ৷ এখন তা কমে দাঁড়িয়েছে 100টি-তে । বাবলুর বক্তব্য, দেশের বাজারে এই শিল্পের এখনও বেশ চাহিদা আছে ৷ হাটগ্রামে আপাতত মাত্র 4 জন শিল্পী এই খোদাইের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন । তাঁর আশা, এক শিল্পীর এমন সাফল্যে পরবর্তীতে অন্যান্য শিল্পীরা নতুন দিশা পাবেন ৷ বিশ্বাস রাখতে পারবেন, যে বাপ-ঠাকুরদাদের দেখানো পথেও অভূতপূর্ব সাফল্য আসতে পারে । তাঁর এই সাফল্য হয়তো পরবর্তীতে সরকারকেও ভাবাতে বাধ্য করবে তাঁদের কথা ৷ সর্বোপরি এই সাফল্য বাকি শিল্পীদের অনুপ্রেরণা হয়ে উঠতে পারে ।

আরও পড়ুন : Bankura : বাঁকুড়ার হরিহরগঞ্জের ‘রাজা’রা এখন বিপিএল তালিকাভুক্ত !

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details