বাঁকুড়া, 5 সেপ্টেম্বর:দিনেদুপুরে বাঁকুড়ায় গুলি। মঙ্গলবার দুপুরে বাঁকুড়া শহরের কেশিয়াকোল এলাকায় চলল এলোপাথাড়ি গুলি। গাড়িতে থাকা ড্রাইভার-সহ পাঁচ ব্যক্তি বাঁকুড়া থেকে দুর্গাপুরের দিকে রওনা দিয়েছিলেন। এই গাড়িটিকে ধাওয়া করে একটি মোটরসাইকেল ৷ তাতে দু'জন বাইক আরোহী ছিল। আচমকাই নীল ওই মারুতি সুজুকি অল্টো গাড়িটিকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় বাইকে থাকা দুইজন আরোহী। প্রায় 6 রাউন্ড গুলি চলে বলে জানান গাড়িতে থাকা ব্যক্তিরা।
গাড়িতে থাকা ড্রাইভার-সহ তিন ব্যক্তির পেটে ও বুকে গুলি লাগে বলে সূত্রের খবর। আহতদের বাড়ি পূর্ব বর্ধমান জেলার গলসি 2 নম্বর ব্লকে। আহত সকল ব্যক্তিকে বাঁকুড়া মেডিক্যাল কলেজে হাসপাতালে নিয়ে আসা হয়। পুরো ঘটনাটি বিশদে খতিয়ে দেখছে বাঁকুড়া সড়ক থানার পুলিশ। ওই চারচাকা গাড়িতে ছিলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন (আইএনটিটিইউসির) সাধারণ সম্পাদক নূর মহম্মদ শাহ। রক্তাক্ত অবস্থায় তিনি জানান, আমার এক বন্ধু রাজু ওরফে রবিউল তাঁকে নিয়ে দুর্গাপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন ৷ সেই সময় পিছন থেকে বাইক নিয়ে দু'জন ধাওয়া করে।