বাঁকুড়া, 26 ডিসেম্বর :বিজেপি'র পাঁচ মতুয়া বিধায়কের দেখানো পথেই এবার পা বাড়ালেন বাঁকুড়া জেলার পদ্মশিবিরের চার বিধায়ক ৷ শনিবার বিজেপি'র হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছিলেন পাঁচ মতুয়া বিধায়ক ৷ আর রবিবার বিজেপি বিধায়কদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গেলেন বাঁকুড়ার 4 বিধায়ক ( Four bjp mla from bankura left party whatsapp group) ৷ ওন্দার বিধায়ক অমরনাথ শাখা, সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি, বাঁকুড়া বিধাসভার বিধায়ক নীলাদ্রিশেখর দানা এবং ইন্দাস বিধানসভার বিধায়ক নির্মল ধাড়া এই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছেন বলে খবর ৷ তবে চার বিধায়কই গ্রুপ ছাড়ার খবর অস্বীকার করেছেন ৷
ঠিক কী কারণে এই চার বিজেপি বিধায়ক হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে প্রস্থান করলেন তা জানা যায়নি ৷ বিষয়টি নিয়ে ইতিমধ্য়েই জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে ৷ বিষয়টি অস্বীকার করলেও এনিয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে মাননি ওই চার বিধায়ক ৷ বিষয়টিকে দলের অন্দরের ব্যাপার বলেই আপাতত লঘু করে দেখাতে চাইছে জেলা বিজেপি নেতৃত্ব ৷ তবে এই ঘটনা রাজ্য বিজেপির অন্দরে বিদ্রোহের আগুনকে আরও উসকে দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷