সোনামুখী, 3 ডিসেম্বর: বাঁকুড়া জেলার (Bankura) সোনামুখী (Sonamukhi) ব্লকের অন্তর্গত খাগ গ্রাম ৷ প্রত্যন্ত এই গ্রামেই রয়েছে এলাকার একমাত্র জুনিয়র হাইস্কুল ৷ নাম খাগ জুনিয়র হাইস্কুল ৷ যা গত প্রায় দু'বছর ধরে বন্ধ (School Closed for Two Years) ৷ অথচ স্কুলে পরিকাঠামোর কোনও অভাব নেই ৷ রয়েছে সুন্দর, পরিষ্কার-পরিচ্ছন্ন একটি স্কুলবাড়ি, খেলার মাঠ, টিউবওয়েল, শৌচালয় ৷ কিন্তু, স্কুলে পড়াশোনা কিছুই হয় না ৷ তালা ঝোলে ক্লাসরুমের দরজায় ৷ কারণ, এই স্কুলের জন্য নাকি শিক্ষক পাওয়া যাচ্ছে না ! লোকমুখে তাঁরা অন্তত এমনটাই শুনেছেন বলে দাবি স্থানীয় বাসিন্দাদের ৷ এই অবস্থায় গ্রামের বাচ্চাদের পড়তে যেতে হচ্ছে দূরের স্কুলে ৷ আর তাতেই রাতের ঘুম উড়েছে বাবা-মায়েদের ৷
কেন এই দুশ্চিন্তা ? বাঁকুড়ার এই গ্রামীণ বসত এলাকার চারপাশেই রয়েছে ঘন জঙ্গল ৷ সেই জঙ্গলে হাতি, শিয়ালের যাতায়াত যেমন আছে, তেমনই রয়েছে দুষ্কৃতী দৌরাত্ম্য ৷ সম্প্রতি এই জঙ্গলে খুনের ঘটনাও ঘটে ৷ অথচ, এলাকায় কোনও স্কুল না-থাকায় বনের এই পথ ধরেই রোজ দূরের স্কুলে যেতে হয় শিশু, কিশোরদের ৷ অভিভাবকদের আশংকা, এর ফলে যেকোনও দিন কোনও অঘটন ঘটে যেতে পারে ৷
আরও পড়ুন:স্কুল চত্বরে নেই সীমানা প্রাচীর, নাগর নদীর পাশে জীবন বাজি রেখে চলছে পঠনপাঠন
গ্রামেরই এক বাসিন্দা জানালেন, আগে এই স্কুলে দু'জন অস্থায়ী শিক্ষক ছিলেন ৷ কিন্তু, তাঁরা বদলি হয়ে অন্যত্র চলে যান ৷ তারপর থেকে আর কাউকে শিক্ষক পদে নিয়োগ করা হয়নি ৷ অথচ, কলকাতার রাজপথে চাকরির দাবিতে ধর্না দিচ্ছেন যোগ্য প্রার্থীরা ! এই ঘটনাতেই ক্ষুব্ধ গ্রামের মানুষ ৷ স্কুলে খালি পদ পড়ে রয়েছে ৷ পরিকাঠামো রয়েছে ৷ এমনকী, চাকরিপ্রার্থীও রয়েছে ৷ তবু স্কুলে নিয়োগ হচ্ছে না ৷ ফলে বিপদের মুখে পড়তে হচ্ছে প্রত্যন্ত গ্রামের বাচ্চাদের ৷
গভীর জঙ্গল পেরিয়ে পড়তে যাচ্ছে কচিকাঁচারা ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনের কাছে দরবার করেছেন এলাকার মানুষ ৷ তাঁদের দাবি, অবিলম্বে স্কুল খুলতে হবে ৷ নিয়োগ করতে হবে একাধিক স্থায়ী শিক্ষক ৷ প্রশাসনের আশ্বাস, আগামী 10 জানুয়ারির মধ্যেই এই বিষয়ে যথাযথ পদক্ষেপ করা হবে ৷ আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছেন ভুক্তভোগীরা ৷ কিন্তু, যতদিন সেই আশ্বাস বাস্তবায়িত না-হচ্ছে, ততদিন পর্যন্ত অরণ্য উজিয়ে দূরের পাঁচাল স্কুলেই পড়তে যেতে হবে ছয় থেকে ষোলোদের ৷ এই সময়ের মধ্য়ে তাদের কারও সঙ্গে যদি কোনও অঘটন ঘটে, তার দায় কে নেবে ? উত্তর অধরা ৷