পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কর্মী কোরোনা আক্রান্ত - আনলক ওয়ান

কোরোনা সংক্রমিত হল SBSTC বাসের এক চালক । ওন্দা কোরোনা হাসপাতালে ভরতি রয়েছেন । জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 259 ।

chief medical officer of health
chief medical officer of health

By

Published : Jul 3, 2020, 11:03 PM IST

বাঁকুড়া, 3 জুলাই : কোরোনার থাবা এবার দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থায় । আক্রান্ত এক বাস চালক । বাঁকুড়ার মেজিয়া ব্লকের বাসিন্দা । বর্তমানে ওই চালককে ওন্দা কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর ।

জানা যায়, বেশ কিছু দিন আগে কলকাতার সিটি সার্ভিসের বিশেষ ডিউটিতে পাঠানো হয়েছিল ওই চালককে । 29 জুন তিনি জেলায় ফিরে আসেন । নিয়ম অনুযায়ী, তার লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় । আজ তার রিপোর্ট পজ়িটিভ আসে ।

রিপোর্ট জানাজানি হতে ডিপো থেকে সমস্ত বাস চলাচল বন্ধ রাখা হয় । প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে দমকল বাহিনীর সাহায্যে স্যানিটাইজ়িং করা হয় সমস্ত বাস ও গোটা ডিপো চত্বর ।

ওই চালকের সংস্পর্শে প্রায় 28 জন কর্মী এসেছিলেন বলে জানা গেছে । ইতিমধ্যেই তাদের তালিকা তৈরি করা হয়েছে । প্রত্যককেই কোয়ারানটিন সেন্টারে রাখার নির্দেশ দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ । আজ তাদের মধ্যে আরও 12 জনের লালারসের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে ।

কোরোনা পরিস্থিতিতে জেলায় এমনিতেই বিভিন্ন রুটে বাসের ঘাটতি আগে থেকেই ছিল । তার ওপর সরকারি বাসের 28 জন কর্মীকে কোয়ারানটিনে পাঠানোর ফলে জেলার বাস পরিষেবায় যথেষ্ট ঘাটতি দেখা দেবে বলে মনে করছে জেলার মানুষ ।

এবিষয়ে জেলা শাসক এস অরুণ কুমার প্রসাদ জানিয়েছে, আজ বিভিন্ন রুটে 16 টি বাস চলেছে । এই পরিস্থিতিতে আগামীকাল থেকে বাসের ঘাটতি দেখা দিতে পারে বিভিন্ন রুটে ।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত 24 ঘণ্টায় 5 জনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মিলেছে । জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 259 । আক্রান্তরা ওন্দা কোভিড হাসপাতালে চিকিৎসাধীন । সক্রিয় 49 জন । এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 210 জন । গত 24 ঘণ্টায় ওন্দা কোভিড হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 2 জন ।

ABOUT THE AUTHOR

...view details