বাঁকুড়া, 27 ডিসেম্বর : উত্তরাখণ্ডে আয়োজিত 31তম সাব জুনিয়র ন্যাশনাল কবাডি চ্যাম্পিয়নশিপে বাংলার হয়ে মাঠে নামবে জঙ্গল মহলের সরস্বতী ৷ বাঁকুড়ার রানিবাঁধ ব্লকের রাজাবাঁধ গ্রামের দিন আনা দিন খাওয়া গরিব পরিবারের মেয়ে সরস্বতী মুদির লক্ষ্য উত্তরাখণ্ডের নানকপুরে আয়োজিত সাব জুনিয়র ন্যাশনাল কবাডি চ্যাম্পিয়নশিপের খেতাব (Saraswati Mudi Get Chance for Sub Junior National Kabaddi Championship) ৷ সেই সঙ্গে মেয়েকে নিয়ে স্বপ্ন দেখছেন তার বাবা ভগীরথ মুদি, মা কলাবতী মুদি এবং সরস্বতীর কোচ পেশায় সিভিক ভলান্টিয়ার গৌরাঙ্গ মাঝি ৷ বাংলা দলের হয়ে সুযোগ পাওয়ায় খুশি সরস্বতীর মাঠের সঙ্গীরাও ৷
সরস্বতী মুদি নবম শ্রেণীর ছাত্রী । আগামী 28 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত চলবে প্রতিযোগিতা ৷ টুর্নামেন্টে যাওয়ার আগে রানিবাঁধের ধানাড়া ফুটবল মাঠে কবাডি খেলার শিক্ষাগুরু গৌরাঙ্গ মাঝির থেকে শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়ে দলের সঙ্গে যোগ দিতে রওনা দিয়েছে সে ৷
বাংলার দলের সঙ্গে যোগ দেওয়ার আগে সরস্বতী ইটিভি ভারতকে বলে, ‘‘আমি খুব গর্বিত এই সুযোগ পেয়ে ৷ আগামী দিনে রাজ্যের হয়ে শুধু নয়, দেশের হয়েও খেলতে চাই ৷’’ তাকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিল সরস্বতীর সঙ্গে অনুশীলন করা কবাডি খেলোয়াড়রা ৷ তারাও আশাবাদী কঠোর পরিশ্রমী সরস্বতীকে নিয়ে ৷ ৷
আরও পড়ুন :Kanika Layak Suicide Case : বালির গেস্ট হাউস থেকে উদ্ধার জাতীয় স্তরের শ্যুটারের ঝুলন্ত দেহ